‘সরকারের সমালোচনা হোক, তবে অপতথ্য ছড়ানো নয়’

‘সরকারের সমালোচনা হোক, তবে অপতথ্য ছড়ানো নয়’

‘সরকারের সমালোচনা হোক, তবে অপতথ্য ছড়ানো নয়’

সরকারের কাজের সমালোচনা হোক। কিন্তু অপতথ্য ছড়িয়ে বিভ্রান্ত করা যাবে না বলে মন্তব্য করলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এজন্য তিনি প্রতিষ্ঠিত টিভি চ্যানেলগুলোর সহযোগিতা চেয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে টিভি চ্যানেলগুলোর মালিকদের সংগঠন অ্যাটকোর প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি। সেখানে ব্রডকাস্ট কমিশন গঠন, ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল করা, পে চ্যানেল ব্যবস্থা চালু, চ্যানেলগুলোর রেটিং সিস্টেম অ্যাটকোর মাধ্যমে করার দাবি জানানো হয়।

ল্যান্ডিং চার্জ ও আর্থ স্টেশন ফি বাতিলের দাবিও তোলা হয় এ সময়। বিটিআরসি আর্থ স্টেশন বসানোর অনুমতি দিচ্ছে না বলেও অভিযোগ করা হয়। অ্যাটকোর দাবিগুলো সংশ্লিষ্টদের সাথে আলোচনার পর ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন তথ্য প্রতিমন্ত্রী।

/এমএন

Scroll to Top