আইকেমই ২০২৩ গ্লোবাল অ্যাওয়ার্ড: বাংলাদেশের বিজ্ঞানী মাজহারুলের কৃতিত্ব

আইকেমই ২০২৩ গ্লোবাল অ্যাওয়ার্ড: বাংলাদেশের বিজ্ঞানী মাজহারুলের কৃতিত্ব

আইকেমই গ্লোবাল অ্যাওয়ার্ডস রাসায়নিক প্রকৌশল ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে পরিচিত। বিশ্বব্যাপী রাসায়নিক, জৈব রাসায়নিক এবং প্রক্রিয়া প্রকৌশলে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করা ব্যক্তি এবং গবেষণা নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিল্প প্রতিষ্ঠান সমূহকে সম্মানিত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে আইকেমই কাজ করছে ১৯২২ সাল থেকে।

এ বছর ৩০ জন অভিজ্ঞ বিচারকের একটি বিশিষ্ট প্যানেল বিশ্বব্যাপী বিভিন্ন শিল্প ক্ষেত্র ফার্মাসিউটিক্যালস, এনার্জি, ইন্ডাস্ট্রি প্রজেক্ট, উদ্ভাবনী পণ্য, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, তেল ও গ্যাস, প্রক্রিয়া স্বয়ংক্রিয়তা, ডিজিটাল সাস্টেইনাবলিটি এবং পানির সুবিধাসহ ১৯টি বিভাগে পুরস্কৃত নির্বাচিত করে।