
খেলোয়াড়ি জীবন শেষ করে পেশাদার ধারাভাষ্যকার হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছা রয়েছে তামিমের। সে পথে গতবছর বিপিএলে হাতেখড়ি হয় তার। এবার আন্তর্জাতিক ম্যাচেও হল। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের চলতি টেস্টে অভিজ্ঞ ধারাভাষ্যকার আতহার আলীদের সঙ্গে মাইক্রোফোন হাতে শব্দখেলা মাতানোর দায়িত্ব ভাগাভাগি করলেন তামিম।
মিরপুরে টেস্ট শুরুর আগেরদিন তামিম জানিয়েছিলেন, বুধবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথমদিনে ধারাভাষ্য প্যানেলে বসবেন।
৩৪ বর্ষী টাইগার ওপেনার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘আগামীকাল (বুধবার) বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথমদিনে ধারাভাষ্য প্যানেলের একটি ছোট অংশে থাকব। আন্তর্জাতিক ম্যাচে আমার প্রথম পা রাখা। কমেন্ট্রি বক্সে প্রথম অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছি।’
কত সময় ধারাভাষ্যে থাকবেন সেটাও আগেই জানিয়েছিলেন তামিম। মধ্যাহ্ন বিরতির পর ১২টা ৪০ থেকে শুরু করে ১টা ১০ পর্যন্ত মোট ত্রিশ মিনিট এবং ত্রিশ মিনিট বিরতির পর দুপুর ১টা ৪০ থেকে চা-বিরতির আগপর্যন্ত ধারাভাষ্যে থাকবেন তিনি।
এর আগে ২০২২ সালে বিপিএলে প্রথমবার ধারাভাষ্যে এসেছিলেন তামিম। তার দল মিনিস্টার ঢাকা প্লে-অফের আগেই বাদ পড়েছিল। পরে মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের এলিমিনেটর ম্যাচে ধারাভাষ্য দিয়েছিলেন।