লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন তাসকিন 

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন তাসকিন 
Nagod
KSRM

গত বছর দক্ষিণ আফ্রিকা সফর থেকে কাঁধের চোটে ভুগছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বিশ্বকাপে খেলাকালীন পুনরায় মাথাচাড়া ওঠেছে তার ইনজুরি। চোটের কারণে খেলতে পারেননি বিশ্বকাপে ভারত ও সাউথ আফ্রিকা ম্যাচে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও বিশ্রামে রয়েছেন তাসকিন। এবার লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন তিনি। দীর্ঘ সময়ের পুনবার্সনে যেতে হচ্ছে তাকে।

চার সপ্তাহের জন্য বিশ্রামে পাঠানো হয়েছে তাসকিনকে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন।

বলেছেন, ‘আসলে গত বছর থেকে নিয়মিতই ব্যথা অনুভব করছেন তাসকিন। এর সঠিক সমাধান হওয়া উচিত এবং আমরা তাকে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার আওতায় আনতে চাই। এতে দীর্ঘ সময় বোলিং করতে পারবেন না তিনি।’

‘তাসকিন এখনও বোলিং করতে পারবে। ব্যথানাশক ওষুধ সেবন করতে পারলে বোলিং চালিয়ে যেতে পারবে সে। কিন্তু সমস্যা হল তার বোলিং গতি অনেকখানি কমে গেছে এবং আমরা জানি তার গতিই সবচেয়ে বড় শক্তি। তার পূর্ন ফিটনেস ফিরিয়ে আনতে আমরা একটি দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রক্রিয়া চাইছি।’

‘চার সপ্তাহের জন্য পুরোপুরি বোলিং বন্ধ করতে হবে তাকে। চার সপ্তাহ পর আমরা তাকে মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেবো। আমরা চাই, পূর্ণ ফিটনেস নিয়ে সে ফিরে আসুক এবং যত সময় প্রয়োজন আমরা সেটিই দেবো তাকে।’

Scroll to Top