বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার এখনো তরতাজা। চার দিনের মাথায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অজিদের ২ উইকেটে হারিয়ে প্রতিশোধ নিল সূর্য কুমার যাদবরা।
অস্ট্রেলিয়ার দেওয়া ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রুতুরাজ গাইকোয়াড়ের উইকেট হারায় ভারত। যশস্বী জয়সওয়ালের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। জসওয়ালও টিকতে পারেননি বেশিক্ষণ। ৮ বলে ২১ রান করে আউট হন বাঁহাতি এ ওপেনার।
এরপর ঈশান কিষানকে নিয়ে দলের হাল ধরেন সূর্য কুমার যাদব। দুজনে প্রথমে অজি বোলারদের দেখেশুনে খেলেছেন। এরপর সময় যত গড়িয়েছে নিজেদের স্বভাবসুলভ ব্যাটিং করেছেন তারা। দুজনে মিলে ৬০ বলে গড়েন ১২০ রানের জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় ভারত।
৩৯ বলে ৫৮ রানের দারুণ ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন কিষান। সূর্যের ব্যাট থেকে এসেছে ৪২ বলে ৮০ রানের ‘দুর্দান্ত’ ইনিংস। তবে দুজনের কেউই ম্যাচ শেষ করে আসতে পারেননি। শেষের দিকে ১৪ বলে ২৮ রানের ইনিংস খেলে ভারতের জয় নিয়েই মাঠ ছাড়েন রিংকু সিং।
অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট শিকার করেন তানভীর সাংঘা। একটি করে উইকেট নিয়েছেন জ্যাসন বেহেনড্রফ, শন অ্যাবোট ও ম্যাথু শট।
এর আগে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে ১১০ রানের দারুণ ইনিংস খেলেন জশ ইংলিশ। এছাড়াও ৫২ রান করেছেন স্টিভেন স্মিথ।