আইপিএলের আগামী মৌসুমে খেলবেন না স্টোকস – Allrounder BD

আইপিএলের আগামী মৌসুমে খেলবেন না স্টোকস – Allrounder BD

আইপিএলের আগামী মৌসুমে খেলবেন না স্টোকস – Allrounder BD

২০২৪ আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। বৃহস্পতিবার নিজেদের ওয়েব সাইটে এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন তার দল চেন্নাই সুপার কিংস।

বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজি দলটি বলেছে, “ইংল্যান্ড টেস্ট অধিনায়ক, অলরাউন্ডার বেন স্টোকস তাঁর ওয়ার্কলোড ও ফিটনেসের দিকে নজর দিতে ২০২৪ সালের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ৩২ বছর বয়সী স্টোকস ২০২৩ সালের সফল আইপিএলের আগে সুপার কিংসের অংশ হন”

এরপর তারা যোগ করেছে, “তিনি সম্প্রতি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেন, যেটির জন্য অবসর থেকে ফিরে আসেন। আইপিএলের আগে ইংল্যান্ড ৫ টেস্টের সিরিজ খেলবে, এরপর ২০২৪ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। এর আগে বেনের ওয়ার্কলোডের ব্যবস্থাপনার দিকে নজর দেওয়ার সিদ্ধান্তকে চেন্নাই সুপার কিংস সমর্থন করে”

মূলত ওয়ার্কলোড ও ফিটনেসের দিকে নজর দিতে ২০২৪ সালের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন স্টোকস। গতবার নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ১৬ কোটি ২৫ লাখ রুপিতে ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে কিনেছিল চেন্নাই। কিন্তু স্টোকস চোটের কারণে খেলতে পেরেছেন মোটে দুই ম্যাচ। টুর্নামেন্টের বেশিরভাগ সময়ই মাঠের বাইরে কাটান তিনি।

Scroll to Top