রাচিন-উইলিয়ামসনের দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের চারশো – Allrounder BD

রাচিন-উইলিয়ামসনের দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের চারশো – Allrounder BD

রাচিন-উইলিয়ামসনের দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের চারশো – Allrounder BD

বিশ্বকাপে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন রাচিন রবীন্দ্র। টুর্নামেন্টে ইতিমধ্যে করেছেন তিনটি সেঞ্চুরি। নিউজিল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে এক বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করতে পারেনি আর কেউ। অন্যদিকে ইনজুরি কাটিয়ে ফিরে কেইন উইলিয়ামসন ৯৫ রান করার পথে ভেঙ্গেছেন নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপে দ্রুততম এক হাজার রান করার রেকর্ড। এছাড়াও ড্যারিল মিচেল-মার্ক চ্যাপমনদের ছোট কিন্তু, কার্যকরী ইনিংসে ৪০১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। যা বিশ্বকাপে নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলীয় রান।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় কিউইরা। নতুন বলে শাহিন শাহ আফ্রিদি-হাসান আলীদের কোনো সুযোগ দেননি রাচিন রবীন্দ্র-ডেভন কনওয়ে। প্রথম পাওয়ারপ্লেতে স্কোরবোর্ডে ৬৬ রান যোগ করেন তারা। কনওয়েকে (৩৫) ফিরিয়ে পাকিস্তানকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন হাসান।

এরপর উইকেটে আসা উইলিয়ামসন আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। পাকিস্তানি বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন তিনি। রাচিনকে সঙ্গে নিয়ে ১৪২ বলে গড়েছেন ১৮০ রানের জুটি। রাচিন বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেও ৫ রানের হতাশা নিয়ে ফিরেছেন কিউই অধিনায়ক। ৯৪ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন রাচিন।

এরপর নিউজিল্যান্ডের স্কোর চারশোতে নিয়ে যাওয়াতে অবদান রেখেছেন ড্যারিল মিচেল-মার্ক চ্যাপম্যান ও গ্লেন ফিলিপস। তিনজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ২৯, ৩৯ ও ৪১ রান। তাতেই ৪০১ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।

পাকিস্তানের হয়ে ১০ ওভারে ৬০ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। একটি করে উইকেট নিয়েছেন হাসান আলী, হারিস রউফ ও ইফতিখার আহমেদ।

Scroll to Top