এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে ধন্যবাদ জানান নতুন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্যের দায়িত্ব দিয়েছেন। তাঁদের প্রতি অসীম কৃতজ্ঞতা। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অসীম কৃতজ্ঞতা। গত বুধবার আমাকে ডেকেছিলেন এবং পরামর্শ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালনার জন্য কীভাবে কাজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমারও বিশ্ববিদ্যালয়। আমি চাই, এই বিশ্ববিদ্যালয় যেন বিশ্বের শিক্ষা–মানচিত্রে একটি অন্য উচ্চতায় যায়। সে জন্য যত সহযোগিতা করা দরকার, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সব ধরনের সহযোগিতা তাঁরা এই বিশ্ববিদ্যালয়কে করবেন। তাঁর দৃষ্টি এই বিশ্ববিদ্যালয়ের প্রতি রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেন মানসম্মত একটা জায়গায় উপনীত হয়, সে জন্য আমাদের সবাইকে একটি টিম হিসেবে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।’
মাকসুদ কামাল বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সব দায়িত্বেই আমি ছিলাম। সেই সুবাদে আমার অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ মোতাবেক কাজ করব। যত দিন আমি দায়িত্বে থাকি, তত দিন একটি টিম হিসেবে আপনাদের সঙ্গে কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয় এই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। জাতি গঠনে ১০০ বছরে এই বিশ্ববিদ্যালয় যে কাজগুলো করে গেছে, সেগুলোকে এখন আমরা প্রাতিষ্ঠানিকতা দিতে পেরেছি। আবার কোথাও কোথাও গ্যাপও (ঘাটতি) হয়েছে৷…এই অভিজ্ঞতাগুলো ডিন, পরিচালক, চেয়ারম্যানসহ সবার সঙ্গে আলোচনা করে যেমন নেব, পাশাপাশি আমরা সৃজনশীল কাজ করার চেষ্টা করব।’