টসে জিতে ব্যাটিং না নেওয়ায় ক্ষেপেছেন শোয়েব আখতার – Allrounder BD

টসে জিতে ব্যাটিং না নেওয়ায় ক্ষেপেছেন শোয়েব আখতার – Allrounder BD

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে। এমন সমীকরণ মাথায় নিয়ে টসে জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায় বাবর আজম। পাকিস্তান অধিনায়কের সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেয়নি রাচিন রবীন্দ্র-কেইন উইলিয়ামসনরা। শাহিন আফ্রিদি-হারিস রউফদের উপর রীতিমত তান্ডব চালিয়ে স্কোরবোর্ডে ৪০১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। তাতেই ক্ষেপেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ তিনি লিখেছেন, “পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ককে আমি বুঝতে পারছি না। নিউজিল্যান্ডের বোলিং লাইনআপের অর্ধেকটাই চোটে আক্রান্ত। তারা (নিউজিল্যান্ড) এখন যা করছে, তা করার জন্য এ ধরনের উইকেটে তারা কেন আগে ব্যাটিং করল না”

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার

নিউজিল্যান্ডের অনেক ক্রিকেটারই ইনজুরিতে আক্রান্ত। ম্যাট হেনরি ও লকি ফার্গুসনের মতো বোলারকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে তারা। এমন দলের সাথে আগে ব্যাটিং নেওয়া উচিত ছিল বলে মনে করেন শোয়েব।

পাকিস্তানে সাবেক পেসারের সাথে দ্বিমত করার সুযোগ নেই। শাহিন-হারিসদের কোনো পাত্তাই দেয়নি কিউই ব্যাটাররা। এদিন রান খরচের ক্ষেত্রেও রেকর্ড গড়েছেন পাকিস্তানি বোলাররা। বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে খরুচে বোলার হিসেবে নাম লেখান পেসার শাহিন। দশ ওভারে খরচ করেছেন ৯০ রান। তার একটু আগেই হারিস দিয়েছিলেন ১০ ওভারে ৮৫ রান। আরেক পেসার হাসান আলী খরচ করেছেন ৮২ রান।

Scroll to Top