টাইগার থ্রি: একই পর্দায় সালমান-শাহরুখ-হৃত্বিক

টাইগার থ্রি: একই পর্দায় সালমান-শাহরুখ-হৃত্বিক

টাইগার থ্রি: একই পর্দায় সালমান-শাহরুখ-হৃত্বিক

একই পর্দায় দেখা মিলবে সালমান-শাহরুখ-হৃত্বিককে। ছবি: হিন্দুস্তান টাইমস।

‘টাইগার থ্রি’র ট্রেলার মুক্তি পাওয়ার সাথে সাথেই ভক্তদের মাঝে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। সিনেমাটিতে সালমান খান ও ক্যাটরিনা কাইফের পাশাপাশি খলনায়ক চরিত্রে দেখা যাবে ইমরান হাশমীকে। গুঞ্জন রয়েছে, হৃত্বিক রোশন ও শাহরুখ খান ক্যামিও চরিত্রে অভিনয় করবেন টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে। শনিবার (৪ নভেম্বের) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ‘টাইগার থ্রি’ যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের একটি অংশ। এর আগে, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়ার’এ মেজরের রোলে দেখা যায় হৃত্বিক রোশনকে। সিনেমায় তার চরিত্রের নাম ছিল ‘কবির’। ‘টাইগার থ্রি’ মুভিতে হৃত্বিক তার আইকনিক ‘কবির’ চরিত্রে ক্যামিও রোলে অভিনয় করবেন।

এদিকে, সম্প্রতি শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’। এই সিনেমাটিও যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের একটি অংশ। ফলে, পাঠানকে দেখা যাবে ‘টাইগার থ্রি’তে ক্যামিও রোলে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রযোজক আদিত্য চোপড়া (ওয়াইআরএফ) স্পাই ইউনিভার্সের মধ্য দিয়ে সালমান খান, শাহরুখ খান এবং হৃত্বিক রোশনকে একত্রিত করবেন এক পর্দায়।

/এআই

Scroll to Top