গত ১৯ অক্টোবর, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নিজের বলে নিজে ফিল্ডিং করতে গিয়ে এঙ্কেল ইনজুরিতে পড়েন হার্দিক পান্ডিয়া। এরপর নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি। আইসিসি’র ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমতি সাপেক্ষে, হার্দিকের পরিবর্তে ভারতীয় স্কোয়াডে যুক্ত হয়েছেন ফাস্ট বোলার প্রসিধ কৃষ্ণা।
বাংলাদেশের বিপক্ষে নিজের প্রথম ওভার করতে এসেছিলেন হার্দিক। ওপেনার তানজিদ তামিমের একটি স্ট্রেইট ড্রাইভ পা দিয়ে আটকাতে গিয়ে বেশ চোটের মধ্যে পড়েন। দলের ফিজিও এসে ততক্ষণে চিকিৎসা দিলেও, পরে আর মাঠে থাকতে পারেননি। এরপর হার্দিককে স্ক্যান করানো হয়। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ন্যাশনাল ক্রিকেট একাডেমি, ব্যাঙ্গালোরতে।
পরবর্তীতে জানা যায়, হার্দিকের লিগামেন্ট ড্যামেজের মতো সমস্যায় পড়তে হয়েছে। বিসিসিআই ও ভারতীয় দল আশা করলেও এই গুরুত্বপূর্ণ অলরাউন্ডারের আর ফেরা হবে না এই বিশ্বকাপে। খেলা হবে না আর টুর্নামেন্টের কোন ম্যাচ।
হার্দিকের পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়েছেন প্রসিধ কৃষ্ণা। ১৭ ওডিআই ম্যাচ খেলে তাঁর উইকেট-সংখ্যা ২৯ টি। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সিরিজে সর্বশেষ দুইটি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। সেই দুই ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন। অন্যদিকে চলমান সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও বেশ ভাল ফর্মে ছিলেন এই বোলার।
দীর্ঘ সময় পিঠের স্ট্রেস ফ্র্যাকচারে ছিলেন প্রসিদ। এশিয়া কাপে ভারতীয় স্কোয়াডের অংশ ছিলেন। কিন্তু থাকতে হয়েছে বেঞ্চে, শুধুমাত্র বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচে খেলেছেন। অন্যদিকে হার্দিকের ইনজুরির পর নিয়মিত একাদশ থেকে শার্দুল ঠাকুরকে বসিয়ে সূর্যকুমার যাদবকে খেলানো হচ্ছে, সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ শামি।
ভারত এই বিশ্বকাপে এখন পর্যন্ত খেলেছে ৭ টি ম্যাচ, অপরাজিত আছে প্রতিটি ম্যাচেই। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৩০২ রানের বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। তাঁদের পরবর্তী ম্যাচ আগামীকাল, রবিবার, সাউথ আফ্রিকার বিপক্ষে, কোলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে।