দুই দশক আগে ‘টেস্ট-স্ট্যাটাস’, তবুও এমন পারফরম্যান্স; চোপড়ার হতাশা

দুই দশক আগে ‘টেস্ট-স্ট্যাটাস’, তবুও এমন পারফরম্যান্স; চোপড়ার হতাশা
দুই দশক আগে ‘টেস্ট-স্ট্যাটাস’, তবুও এমন পারফরম্যান্স; চোপড়ার হতাশা

বাংলাদেশের আরও একটি হার। এবার সাউথ আফ্রিকার বিপক্ষে বিশাল পরাজয় বরণ করল দলটি। প্রোটিয়াদের দেওয়া ৩৮৩ রানের লক্ষ্যমাত্রা মোকাবিলা করতে যেয়ে, ২৩৩ রান অলআউট হয়েছে তাঁরা। হেরেছে ১৪৯ রানের ব্যবধানে। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জেতার পর, আর কোনো জয় নেই বাংলাদেশের। গতকালের ম্যাচে বাংলাদেশ দলের ফলাফলের পর, তা নিয়ে আজ সকালে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মন্তব্য করেছেন।

আকাশ চোপড়া বাংলাদেশ ক্রিকেটের ব্যাপারে বিভিন্ন সময় নিজের আলাপ তুলেছেন। ভালো-মন্দ নিয়ে মন্তব্য করেছেন। বাংলাদেশ দলের খোঁজখবর তিনি ভালোই রাখেন বলে, জানা যায়৷ গতকালের বিশাল হার, বিশ্বকাপে বাংলাদেশের এখন পর্যন্ত পারফরম্যান্স– সবমিলিয়ে কিছুটা হতাশাই দেখিয়েছেন আকাশ।

লিখেছেন,

“বাংলাদেশ ক্রিকেট বিশ্বের অন্যতম ‘আন্ডারপারফর্মিং’ দল। পিরিয়ড।”

“তাঁদের ভক্তরা যে আবেগের সাথে খেলাটি অনুসরণ করে, তার প্রশংসা করুন…কিন্তু ফলাফল, দু’দশক আগে টেস্ট খেলার যোগ্য হয়ে ওঠা একটি দেশের জন্য বিরক্তিকর!!!”

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ এই মন্তব্য করেন আকাশ। ২০০০ সালে বাংলাদেশ দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে। পেরিয়ে গেছে ২০ বছরের উপরে। এরপরও দলটির পারফরম্যান্স বেশ হতাশার, বিরক্তিকর। অন্তত এই ক্রিকেট বিশ্লেষকের মন্তব্য শুনে তাই মনেহয়।

গতকাল বাংলাদেশের ২৩৩ রানের মধ্যে, মাহমুদউল্লাহ রিয়াদ এর ব্যাটে এসেছে একটি সেঞ্চুরি। সেই সেঞ্চুরি থেমেছে ১১১ রানে। বড় হারের দিনে এতটুকুই হয়ত ছিল প্রাপ্তি। বাংলাদেশের যে স্বপ্ন ছিল ‘সেমি’ খেলা, সেটিও এখন বিবর্ণ। সবমিলিয়ে দলের অবস্থা এখন স্বাভাবিকের চেয়ে মন্দ থাকার কথা।

বাংলাদেশের পরের ম্যাচ আগামী ২৮ অক্টোবর, নেদারল্যান্ডসের বিপক্ষে, কলকাতায় অনুষ্ঠিত হবে।

Scroll to Top