নয়াদিল্লি, ২৫ অক্টোবর – দীর্ঘ ১৬ বছর পর ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস।
বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলতি বিশ্বকাপের ২৪তম ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। সর্বশেষ ২০০৭ সালে বিশ্বকাপের মঞ্চে দেখা হয়েছিল অজি-ডাচদের।
এখন পর্যন্ত ওয়ানডেতে দুইবার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস। দুই বারই বিশ্বমঞ্চে এবং শতভাগ জয় অস্ট্রেলিয়ার।
২০০৩ সালে বিশ্বকাপের ম্যাচে ৭৫ রানে এবং ২০০৭ সালের আসরে ২২৯ রানে জিতেছিল অস্ট্রেলিয়া।
এদিকে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে আছে অজিরা। তাই শেষ চারের স্বপ্নে অজিদের অন্যতম লক্ষ্য নিজেদের অবস্থান ধরে রাখা। সেই তুলনায় অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষেই আজ মাঠে নামবে তারা।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ডাচরা বুঝিয়ে দিয়েছে, তাদেরও হালকাভাবে দেখার সুযোগ নেই। যে কারণে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরাও তাদের হালকাভাবে নিচ্ছে না। তবে আজ (২৫ অক্টোবর) জিতলে সেমির পথে এগিয়ে যাওয়ার পাশাপাশি ইতিহাসটাও ধরে রাখতে পারবে অজিরা।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৫ অক্টোবর ২০২৩