ভারতে এসে মনেই হয়নি অন্য দেশে এসেছি: বাবর – Allrounder BD

ভারতে এসে মনেই হয়নি অন্য দেশে এসেছি: বাবর – Allrounder BD

ভারতে এসে মনেই হয়নি অন্য দেশে এসেছি: বাবর – Allrounder BD

বেজে উঠছে বিশ্বকাপের দামামা। রাত পেরোলেই শুরু হবে বিশ্বকাপ। এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর জন্য চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। এবারই ইতিহাসে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। তবে তা না থাকলেও এই টুর্নামেন্ট শুরুর আগের দিন এক বিশেষ আয়োজন রেখেছিল আইসিসি, ক্যাপ্টেন্স ডে। যেখানে এক মঞ্চে দেখা যায় বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রত্যেক দলের অধিনায়ককে।

অনুষ্ঠানটিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেছেন সব দলের অধিনায়করাই। যেখানে, পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে কথা বলতে হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। বাবর বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আমি অবশ্যই রোমাঞ্চিত। তবে এর আগে আমাদের আরও দুটি ম্যাচ খেলতে হবে। আমরা প্রত্যেক ম্যাচ হিসেবে এগোতে চাই। ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে” 

পাকিস্তানের হয়ে অভিষেক হওয়ার পর এবারই প্রথম ভারতে এসেছেন বাবর। তবে ভারত-পাকিস্তানের মধ্যে অনেকটা দা-কুমড়ার সম্পর্ক হলেও প্রতিবেশী দেশের কাছ থেকে বেশ ভালোই খাতির যত্ন পেয়েছে পাকিস্তান। ভারতের আতিথেয়িতা সম্পর্কে বাবরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা দারুণ আতিথেয়তা পেয়েছি। এখানে এসে মনেই হয়নি যে অন্য দেশে এসেছি। আমরা এমন আতিথেয়তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ” 

Scroll to Top