ভারতীয় এই তরুণ বারবার মুগ্ধ করে যাচ্ছেন। এশিয়ান গেমসে নেপালের বিপক্ষে বিশ ওভারের সংস্করণে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে বসেছেন আজ (৩ অক্টোবর)। পাশাপাশি ভারতের পক্ষে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে শতকের দেখা পেয়েছেন ইয়াশভি জাইসাওয়াল।
গত আগস্ট মাসে অভিষিক্ত হয়েছেন টি-টোয়েন্টির আঙ্গিনায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অসাধারণ পারফর্ম্যান্স তাঁকে এই সুযোগ এনে দিয়েছিল। খুব বেশি দিন তো যায়নি এরপর। মূল দল এখন বিশ্বকাপে। এশিয়ান গেমস খেলতে ভারতের আরেক দল চায়নাতে অবস্থান করছে।
আজ নেপালের বিপক্ষে ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ভারত। সংগ্রহ দাঁড়িয়েছিল ৪ উইকেট হারিয়ে ২০২ রান। এই সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা এসেছে ওপেনারের ব্যাট থেকেই। জাইসাওয়াল ৮ চার ও ৭ ছয়ে ১০০ রানের ইনিংস খেললেন। মাত্র ৪৮ বলে তাঁর এই শতক-প্রাপ্তি। এর পরের বলেই অবশ্য ফিরে গেছেন।
কিন্তু এরমধ্যেই যা হওয়ার তা হয়েছে। ভারতের পক্ষে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে শতক হাঁকানোর রেকর্ড এখন জাইসাওয়ালের ঝুলিতে। এই শতক হাঁকানোর দিন পর্যন্ত এই ব্যাটারের বয়স ২১ বছর ২৭৯ দিন। অন্যদিকে এতদিন পর্যন্ত এই রেকর্ডের মালিক ছিলেন আরেক ওপেনার শুবমান গিল। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩ বছর ১৪৬ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন।
জাইসাওয়ালের এই সেঞ্চুরি প্রাপ্তির দিনে আরেক মারকুটে ব্যাটার রিংকু সিং এর থেকে আসে ১৫ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস। ভারতের ২০৩ রানের লক্ষ্যে নেপাল অবশ্য খুব খারাপ করেনি। বরং ৯ উইকেট হারিয়ে ১৭৯ রানের সংগ্রহ তোলা ছিল তাঁদের। ফলে হারের পাল্লায় ছিল ২৩ রান।
তবে জাইসাওয়ালের এই প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি ও রেকর্ডের দিনে সয়লাব হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম (এক্স)। সেখানে অনেক সাবেকরা এই তরুণকে শুভকামনা জানিয়ে পোস্ট করে যাচ্ছেন। তা আসলে করারই কথা। এই ওপেনার ইতোমধ্যে নিজের ব্যাটিং দিয়ে সাড়া ফেলেছেন ক্রিকেট-পাড়ায়।