সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্ব গড়াল সংঘর্ষে

সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্ব গড়াল সংঘর্ষে

এ বিষয়ে সংসদ সদস্যদের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। ক্ষুদে বার্তা পাঠিয়েও তাঁর সাড়া পাওয়া যায়নি।

সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে সংসদ নির্বাচনে একাধিক মনোননয়নপ্রত্যাশীর বিষয়ে এর আগে তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘আমি তো আমার ছেলের জন্য মনোনয়ন চাইব। অন্যরাও চাইতে পারেন। তবে দলের নেত্রী যাঁকে মনোনয়ন দেবেন, সেটিই হবে চূড়ান্ত।’

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল বিকেলে মিঠাপুকুর উপজেলা পরিষদের মিলনায়তনে সংসদ সদস্য আশিকুর রহমানের অনুসারী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ আলোচনা সভার আয়োজন করে। অন্যদিকে উপজেলা পরিষদের উল্টো দিকে মিঠাপুকুর আন্ডারপাস ব্রিজের নিচে প্রধানমন্ত্রীর জন্মদিনের আলোচনা সভার আয়োজন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার।

Scroll to Top