হৃদয় বলল, চাচ্চু আসেন একটা গান করি

হৃদয় বলল, চাচ্চু আসেন একটা গান করি

শফিক তুহিন বলেন, ‘একদিন হৃদয় খান ফোন দিয়ে বলল, চাচ্চু আসেন একটা গান করি। ১২ বছর পর আমরা গান নিয়ে কথা বললাম। আগে আমরা যে গান করেছি, সে ধারা থেকে এখন গানে শ্রোতাদের রুচি অনেকটাই পরিবর্তন হয়েছে। সেগুলো মাথায় রাখতে হলো। দর্শক এই সময়ে কী ধরনের গান শুনতে চায়, সেটা নিয়ে আমরা কথা বললাম। সেটাকে প্রাধান্য দিয়ে আমরা চাচা–ভাতিজা নতুন এ গানটি করেছি। এই গানে সেই হৃদয় খানকে নতুন করে পাবেন দর্শকেরা।’

Scroll to Top