এশিয়ান গেমসের চলতি আসরে মেয়েদের ফুটবল ইভেন্টে ‘ডি’ গ্রুপে বাংলাদেশ। শুক্রবার লাল-সবুজের প্রতিনিধিরা তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের বিপক্ষে। শক্তিশালী জাপানের বিপক্ষে নামার আগে বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটুর প্রত্যাশা প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেলতে পারা।
চীনের হাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচ সামনে রেখে সাইফুল বারী টিটু বলেছেন, ‘এটা বেশ কঠিন একটি ম্যাচ হবে আমাদের জন্য। ম্যাচটা যতটা প্রতিযোগিতাপূর্ণ করা যায় ততটা করা উচিত, আমরা সে চেষ্টা করছি। খেলোয়াড়দের আমরা যতটা সম্ভব নির্ভার রাখার চেষ্টা করছি, ম্যাচের ফলাফল নিয়ে চিন্তা করতে মানা করেছি। বলেছি তোমরা প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেলার চেষ্টা করো।’
‘জাপান বিশ্বকাপের পুরো দল নিয়ে এসেছে। আমরা তাদের বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে কাজ করেছি, কিভাবে ফ্রি-কিক করে, কর্নার মারে সেগুলো দেখেছি। সবচেয়ে বড় বিষয় হলো এখানে মেয়েদের বড় ধরণের একটি শিক্ষা হবে, কারণ এ ধরণের দলগুলোর সাথে আমাদের ব্যবধান অনেক বেশি। শারীরিক এবং প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেক পিছিয়ে। সেজন্য ম্যাচটা যতটা প্রতিযোগিতাপূর্ণ করা যায় সেই অপেক্ষায় আছি।’
এশিয়ান গেমসে মেয়েদের ফুটবল ইভেন্টে প্রথমবার অংশগ্রহণ করা ম্যাচের আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। বলেছেন, ‘প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দল অংশগ্রহণ করছে এবং আগামীকাল আমাদের খেলা শক্তিশালী জাপানের বিপক্ষে। দেশবাসীর কাছে দোয়া চাই যেন আগামীকালের ম্যাচটা আমরা ভালোভাবে খেলতে পারি।’