বেকহামের অজানা অধ্যায় জানা যাবে ৪ অক্টোবর! | চ্যানেল আই অনলাইন

বেকহামের অজানা অধ্যায় জানা যাবে ৪ অক্টোবর! | চ্যানেল আই অনলাইন
বেকহামের অজানা অধ্যায় জানা যাবে ৪ অক্টোবর! | চ্যানেল আই অনলাইন

পুরো বিশ্বের সবচেয়ে চর্চিত ব্যক্তিদের একজন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহাম। খেলা ছেড়েছেন বহু আগে, তবুও থাকেন খবরের শিরোনামে। এবার তার জীবনের অজানা অনেক তথ্য জানার সুযোগ মিলবে। নেটফ্লিক্স আসছে ডেভিড বেকহামকে নিয়ে ডকুমেন্টারি সিরিজ ‘বেকহ্যাম।’

৪ অক্টোবর নেটফ্লিক্সে আসছে ‘বেকহাম’ সিরিজটি। সিরিজের ট্রেলার প্রকাশ করেছে নেটফ্লিক্স। চারপর্বের সিরিজটিতে বেকহামের জীবন ও ক্যারিয়ারের নানা অজানা দিক দেখানো হবে।

Bkash July

ট্রেলারে বেকহামের ছোটবেলার ফুটেজ দেখানো হয়। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার আগের ভিডিও সেটি। বেকহামের মুখে শোনা যায়, ‘স্কুলে কখনই ভালো করিনি।’

ট্রেলারে দেখানো হয়েছে বেকহ্যাম কীভাবে একজন গ্লোবাল স্টার ও মিডিয়া সেনসেশন হয়ে ওঠেন। ‘বেন্ড ইট লাইক বেকহাম’ প্রসঙ্গও উঠে এসেছে ট্রেলারে।

Reneta June

এছাড়াও ট্রেলারে দেখানো হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে বেকহামের দ্বন্দ্ব। রিয়াল মাদ্রিদে নাম থাকা, পারিবারিক জীবন ও সফলতাও দেখানো হয়েছে ট্রেলারে।

১৯৯৯ সালে ব্যালেন ডি অর এর দৌড়ে রানার-আপ হওয়ায় তিনি ইংল্যান্ডের সবচেয়ে সমালোচিত মানুষ বনে যান এক রাতেই। সেই সময়ের কথা মনে করে বেকহামকে বলতে শোনা যায়, ‘আমি খেতে পারিনি, ঘুমাতে পারিনি। আমার ওপর এত প্রভাব ফেলেছিল। নিজেকে নিজেই চিনতে পারছিলাম না।’

ডকু-সিরিজটি পরিচালনা করেছেন ফিশার স্টিভেনস। সহ-নির্বাহী প্রযোজক হিসেবে আছেন ডেভিড গার্নডার ও গ্যারি নেভিলে।

বেকহাম ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ট্রফি জিতেছেন ৯টি। প্রিমিয়ার লীগ-৬টি, এফএ কাপ-২টি, ইউসিএল জিতেছেন ১টি (১৯৯৯ সালে)। রিয়াল মাদ্রিদ ও পিএসজির হয়ে জিতেন একটি করে লিগ শিরোপা। ব্যাক্তিগত অর্জন সমূহে জিতে নেন ১৯ টি ট্রফি। ব্যালন ডি অর রানার্সআপ হন ১বার, ফিফা ওয়াল্ড প্লেয়ার অব দ্যা ইয়ার রানার্সআপ জিতেন ২ বার। এছাড়া ২০০৮ সালে ইংলিশ ফুটবল `হল অব ফেম` খ্যাতি অর্জন করেন বেকহাম। বর্তমানে তিনি মার্কিন ক্লাব ইন্টার মায়ামির মালিক।

সূত্র: হিন্দুস্তান টাইমস

I Screen Ami k Tumi
Scroll to Top