কর্ণাটকে ২১ বছরের কমবয়সীদের কাছে সিগারেট বিক্রি নিষেধ | চ্যানেল আই অনলাইন

কর্ণাটকে ২১ বছরের কমবয়সীদের কাছে সিগারেট বিক্রি নিষেধ | চ্যানেল আই অনলাইন
কর্ণাটকে ২১ বছরের কমবয়সীদের কাছে সিগারেট বিক্রি নিষেধ | চ্যানেল আই অনলাইন

ভারতের কর্ণাটকে সিগারেট ক্রয়ের বয়সসীমা ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করা হয়েছে। পাশাপাশি রাজ্যে সব ধরণের হুক্কাবারের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) করনাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও এবং ক্রীড়া ও যুব পরিষেবা মন্ত্রী বি নগেন্দ্র যৌথ ভাবে এই ঘোষণা দেন। এর আগে কর্ণাটকে সিগারেটসহ তামাক জাত দ্রব্য ক্রয়ের বয়সসীমা ছিল ১৮ বছর।

Bkash July

মন্ত্রীরা জানালেন, নয়া সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য রাজ্যের সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্য আইন শীঘ্রই সংশোধন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও বলেন,মন্দির ও স্কুল ছাড়াও হাসপাতালের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা হবে। যুবকরা হুক্কা বারের প্রতি ভীষণ ভাবে আকৃষ্ট হচ্ছে। এই প্রবণতা তাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভাল নয়। তরুণ-তরুণীদের স্বাস্থ্যের কথা ভেবেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

Reneta June

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘এ বার থেকে কর্নাটকে ২১ বছরের কম বয়সি যুবকদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রিও নিষিদ্ধ করা হবে। ধূমপানের পরেই তরুণরা মাদক ও মাদকদ্রব্যের প্রতি আকৃষ্ট হচ্ছে। প্রথমে তামাকজাত দ্রব্যের প্রতি আকর্ষণ, আর সেখান থেকেই তৈরি হচ্ছে মাদকাশক্তি। সরকার তাই সমস্যাটিকে মূলেই শেষ করে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে।

I Screen Ami k Tumi
Scroll to Top