ইউটিউব চ্যানেল হ্যাকের অভিযোগে অপু বিশ্বাসের নামে আরেক চিত্রনায়িকার জিডি 

ইউটিউব চ্যানেল হ্যাকের অভিযোগে অপু বিশ্বাসের নামে আরেক চিত্রনায়িকার জিডি 

ইউটিউব চ্যানেল হ্যাকের অভিযোগে অপু বিশ্বাসের নামে আরেক চিত্রনায়িকার জিডি 

ছবি: ফেসবুক পেইজ।

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়িকা সিমি ইসলাম কলি। জিডিতে অপু বিশ্বাস ছাড়াও বিবাদী করা হয়েছে জাহিদুল ইসলাম অপু নামের আরেকজনকে।

সিমি ইসলাম কলি সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেন। জিডি নম্বর-১১১৫।

জিডিতে উল্লেখ করা হয়েছে- এই মর্মে জানাচ্ছি যে, আমি (সিমি ইসলাম কলি) গত ২০১৬ সালের জুনে Hi sk Films int ও SKfilmsint 7712 খুলি। বিবাদী অপু বিশ্বাস (৩৫) ও জাহিদুল ইসলাম অপু (৩০) গত ২৯/০৮/২৩ ইং আনুমানিক ৭টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন। গত ৩১/০৮/২৩ ইং তারিখ সকাল ৮টার সময় ২ নম্বর বিবাদী ১ নম্বর বিবাদীর সঙ্গে কথা বলিয়ে দেবে বলে জানান।

এতে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তীতে ২ নম্বর বিবাদীর সঙ্গে মোবাইলে কথা বললে এক লাখ টাকা দাবি করেন। এ টাকা দিলে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবে, টাকা না দিলে ফেরত দেবে না বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন। বিষয়টি সাইবার ক্রাইম শাখায় কথা বলে সাধারণ ডায়েরি করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন জানান, জিডিতে অপু বিশ্বাসের পেশাগত পরিচয় কিংবা ঠিকানা হিসেবে কিছু উল্লেখ করা হয়নি। তবে অভিযোগকারী মৌখিকভাবে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথা উল্লেখ করেছেন।

/এআই

Scroll to Top