এশিয়া কাপ শেষে দলের সঙ্গে বাংলাদেশে আসা হয়নি হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের শুরুর দুই ম্যাচেও তাকে পাবে না তামিম, রিয়াদরা। তবে শেষ ওয়ানডেতে হেড কোচকে দলের সাথে পাওয়া নিয়ে আশাবাদী বিসিবি। বিশ্বকাপের জন্য দল ঘোষণাও হয়ে যাবে ২৬ তারিখের মধ্যেই।
সবশেষ এশিয়া কাপে বলার মতো কোনো সাফল্য পায়নি বাংলাদেশ দল। তবে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেয়ে কিছুটা হলেও স্বস্তিতে মিশন শেষ করেছে। পরদিনই বাংলাদেশ দল ফিরে আসে দেশে। ২১ সেপ্টেম্বর শুরু নিউজিল্যান্ড সিরিজ। ছুটি কাটিয়ে ক্রিকেটাররা আজ উঠবে টিম হোটেলে। কাল মিরপুরে অনুশীলন করে পরদিন ম্যাচ। তবে এই সময়ে দলের সাথে নেই হেড কোচ।
পারিবারিক ইস্যুতেই চন্ডিকা হাথুরুসিংহে দলের সাথে বাংলাদেশে আসতে পারেননি। শ্রীলঙ্কা থেকে উড়ে গেছেন অস্ট্রেলিয়ায়, স্ত্রী-সন্তানদের পাশে থাকতে। এ ব্যাপারে আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন,
‘হাথুরুসিংহে প্রথম দুই ওয়ানডেতে থাকবে না। তার স্ত্রীর একটা মেজর সার্জারি আছে। ২৫ তারিখ সে আসবে এবং ২৬ তারিখ দলের সাথে যোগ দিবে। এ সময় অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে আমরা নিক পোথাসকে নিয়োগ দিয়েছি।’
হাথুরুসিংহের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অন্তবর্তীকালীন কোচের ভূমিকায় থাকবেন সহকারী কোচ নিক পোথাস। আর বিশ্বকাপের জন্য দল ঘোষণার সম্ভাব্য সময়ও জানিয়ে দিলেন জালাল ইউনুস, ‘আমরা আশা করব ২৫ তারিখের মধ্যে দল দেওয়া যায় কি না। তবে ২৬ তারিখের মধ্যে অবশ্যই জেনে যাবেন।’