গিলের চোখে বাংলাদেশের ম্যাচ জেতানো জুটি নাসুম-মেহেদীর

গিলের চোখে বাংলাদেশের ম্যাচ জেতানো জুটি নাসুম-মেহেদীর
গিলের চোখে বাংলাদেশের ম্যাচ জেতানো জুটি নাসুম-মেহেদীর

ভারত এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে আরও আগে। তবে বাংলাদেশের বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচে পরাজয় বরণ করতে হয়তো চায়নি। দুই দলই একাদশে ৫ পরিবর্তন নিয়ে নেমেছিল। শেষপর্যন্ত বাংলাদেশের ২৬৬ রানের লক্ষ্য মোকাবিলা করতে গিয়ে বেশ নাকালই হতে হয়েছে ভারতকে। ৬ রানে পরাজিত ভারতীয় দল থেকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন শতক হাঁকানো শুবমান গিল।

ওডিআইতে দুর্দান্ত ব্যাট করে যাচ্ছেন গিল। সেই প্রমাণ বাংলাদেশের বিপক্ষে আরেকবার রাখলেন। যতক্ষণ মাঠে ছিলেন ম্যাচ ভারতের পক্ষেই ছিল। করেছেন ১৩৩ বলে ১২২ রান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে গিল জানালেন, বিশ্বকাপের আগে কোনো দুশ্চিন্তা নেই ভারতের।

“না একদমই না। আমরা এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি। সামনে অনেক প্রস্তুতি ক্যাম্প আছে। বিশ্বকাপে ভিন্ন ধরনের উইকেট হবে সেরকম উইকেটে আমরা প্রস্তুতি নেব। ভালো সংগ্রহ হয়ে থাকে সেসব উইকেটে। এখানের উইকেটে নতুন ব্যাটারদের ক্রিজে এসেই ভালো করাটা সহজ নয়। স্ট্রাইক রোটেট করে রান তোলাটা কঠিন এখানে।”

গিল জানালেন রাতে ব্যাট করা তাঁদের জন্য কিছুটা কঠিন ছিল। দিনে নতুন বল যেভাবে ব্যাটে আসে, রাতে সেভাবে আসে না। সেদিক থেকে কিছুটা পিছিয়ে ছিল হয়তো ব্যাটাররা। তবে প্রথম ইনিংসে সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের গড়া ১০১ রানের চমৎকার জুটির ব্যাপারে গিল প্রশংসা করেন।

“দারুণ ছিল। সাকিব এবং হৃদয় যেভাবে ব্যাটিং করেছে, স্ট্রাইক রোটেট করেছে তা দারুণ ছিল। এই জুটিটা ম্যাচকে ঘুরিয়ে দিয়েছে। এছাড়া লোয়ার অর্ডারের সেই জুটিটাও দারুণ ছিল। বাংলাদেশের জন্য ম্যাচ জেতানো জুটি ছিল।”

শ্রীলঙ্কার উইকেটের ব্যাপারেও ইতিবাচক থাকলেন এই ওপেনার। জানালেন, এখানে ব্যাটার-বোলার সবাই সুবিধা পায়। বিশ্বকাপের আগে এমন প্রস্তুতি কাজে দিবে বলেই বিশ্বাস শুবমান গিলের।

Scroll to Top