হার্দিকের চোখে সাকিব ‘স্ট্রিট স্মার্ট’ ক্রিকেটার

হার্দিকের চোখে সাকিব ‘স্ট্রিট স্মার্ট’ ক্রিকেটার
হার্দিকের চোখে সাকিব ‘স্ট্রিট স্মার্ট’ ক্রিকেটার

ভারত-বাংলাদেশ ম্যাচ চলমান। সাকিব আল হাসান দলের বিপর্যয়ে দাঁড়িয়ে খেলেছেন ৮০ রানের অনবদ্য এক ইনিংস। একপ্রান্তে যখন উইকেট পড়েছে, অধিনায়ক নিজে দায়িত্ব কাঁধে নিয়েছেন। সাকিবকে নিয়ে অনেকে অনেকরকম মূল্যায়ন করেছেন, করছেন। আজ টিভি চ্যানেল ‘স্টার স্পোর্টস’-এর এক ভিডিও প্রকাশ হয়েছে। যেখানে সাকিবকে নিয়ে কথা বলেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সেখানে ছিল ভিরাট কোহলির মূল্যায়নও।

পান্ডিয়া নিজের অলরাউন্ডার, যদিও পেস-বোলিং অলরাউন্ডার, তবে সাকিবকে মূল্যায়নে সঠিক পথটি চিনলেন। সাকিব ‘স্মার্ট ক্রিকেটার’ এই আলোচনা অনেক হয়েছে। সাকিবকে বুঝতে গিয়ে সেই পুরোনো আলোচনাই তুললেন পান্ডিয়া।

“সাকিব খুব স্ট্রিট স্মার্ট’ বোলার, ‘স্ট্রিট স্মার্ট’ ক্রিকেটার। লম্বা সময় ধরে বাংলাদেশ দলকে কাঁধে নিয়ে চলছে। আমি মনে করি তাঁর স্ট্রিট স্মার্টনেস ও একইসাথে নিজে কি করতে পারে সেটা জানা তাঁর সাফল্যে ভূমিকা রেখেছে।”

বাংলাদেশ দলকে কাঁধে নিয়ে চলছেন সাকিব, পান্ডিয়া বললেন। ভুল কিছু নয়। ২০০৬ সালে অভিষেক। এরপর থেকে অনেক সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। বাংলাদেশের রাস্তা পেরিয়ে বিশ্ব অলরাউন্ডার হয়েছেন। আইসিসি অলরাউন্ডার’দের তালিকায় সাকিবের নাম দেখা খুব স্বাভাবিক হয়েছে যেন।

সামনেই ক্রিকেট বিশ্বকাপ। গত বিশ্বকাপে সাকিবের পারফর্ম্যান্স মনে থাকার কথা সকলের। ছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়েও। এবারের বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব থাকবে তাঁর কাঁধে। আরও একটু দায়িত্ব নিয়ে ভারতের মাটিতে হাজির হবে সাকিবের দল। পান্ডিয়ার কথামতো, বাংলাদেশকে কাঁধে নিয়ে ছোটা সাকিব, বিশ্বকাপে নিজের ‘স্মার্টনেস’ চেনানোর আরেকটা সুযোগ ‘মিস’ করতে চাইবেন না অবশ্যই।

Scroll to Top