উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার বহু কৃষক তাদের উৎপাদিত আখ দিয়ে আখের গুড় তৈরি করে থাকেন। নভেম্বর ও ডিসেম্বর মাসের শেষের দিকে তারা তাদের জমিতে আখের গুটি বপন করে আখের গাছ লাগান। এরপর দীর্ঘ দশ মাসের অপেক্ষা ও পরিচর্যার পর আখ গাছগুলি থেকে তারা আখের গুড় তৈরি করেন। এবং সেই আখের গুড় বিভিন্ন বাজারে বাজারে বিক্রি করেন। তবে এই আখের গুড় কিভাবে তৈরি করা হয় জানেন কী? কৃষক অবেন দেবশর্মা জানান আখ গাছগুলো কেটে আখ কাটার ডিজেল চালিত মেশিন দিয়ে সেই আখের রস তারা বের করে নেন। রস বের করার পরে ছাঁকনি দিয়ে ময়লা পরিষ্কার করে টিনের বড় পাত্রে ঢেলে নেন।
আরও পড়ুন: কৌশিকী অমাবস্যার রাতে এই তিন রাশির জাতক-জাতিকাদের বড় বিপদ! জানুন জ্যোতিষীর মত!
আরও পড়ুন: অঘোর চতুর্দশী! মহানিশায় এই গুপ্ত শিবরাত্রি পালন করলে যে কোনও কার্য সিদ্ধি!
ছাড়া ও নোংরা পরিষ্কার করা ও গুড়ের আঠালো ভাব আনার জন্য কিছু জিনিস সেই আখের রসে মিশাতে হয়। যেমন,বন ঢেঁড়স, উলট কম্বল, শিমুলের চাল ও ঘৃতকুমারী ইত্যাদির আঠালো নির্জাস ব্যবহার করা হয়।এগুলোর কাণ্ড থেঁতলে জলে মিশিয়ে আখের রসের মধ্যে দিলে রসের ময়লা জমাটবদ্ধ হয়। এই ময়লা খুব সহজে ছাকনি দিয়ে ছেঁকে ফেলা যায়। এরপর রস যখন ঘন এবং লাল বর্ণ হয় তখন উনুন থেকে নামিয়ে নিতে হয়। গুড় নামানোর পর ঠান্ডা করা হয় এবং ঠান্ডা গুড় মাটির কলস বা মাটির পাত্র কিংবা টিনের ছাঁচের মধ্যে রেখে সংরক্ষণ করা হয় এবং বাজারজাত করা হয়। চিনির থেকে অনেক বেশি গুণ রয়েছে এই গুড়ের। তাই চিনি ছেড়ে আজ থেকেই গুড় খাওয়া শুরু করুন।
পিয়া গুপ্তা
Published by:Piya Banerjee
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Health care, Jaggery, Uttar dunajpur news