জনপ্রতিনিধিরা চেষ্টা করলে জনগণের ভাগ্য আমূল পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে পাঁচ দিনব্যাপী খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, জনপ্রতিনিধিরা দক্ষ হলে সেই দক্ষতার ছোঁয়া জনগণের জীবনেও প্রভাব ফেলে।
এ সময় তিনি বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানের জন্য জনগণের উদ্ভাবনী শক্তির ওপর গুরুত্বারোপ করেন। বলেন, স্থানীয় মানুষ সুযোগ পেলে অনেক কঠিন সমস্যারও সহজ সমাধান বের করে ফেলতে পারে। বিভিন্ন সময়ে পরিবর্তিত নানা আইন-কানুন সম্পর্কে জনপ্রতিনিধিদের জ্ঞান রাখার ওপর জোর দেন স্থানীয় সরকার মন্ত্রী।
এটিএন/