বোল্ট-সাউদি-নিশামদের বাংলাদেশে না আসার কারণ জানাল নিউজিল্যান্ড ক্রিকেট

বোল্ট-সাউদি-নিশামদের বাংলাদেশে না আসার কারণ জানাল নিউজিল্যান্ড ক্রিকেট
বোল্ট-সাউদি-নিশামদের বাংলাদেশে না আসার কারণ জানাল নিউজিল্যান্ড ক্রিকেট

 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায় এসে পৌঁছাবে কিউই দল। কিন্তু এই সফরে দেখা যাবে না বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে। বিশ্বকাপের আগে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। 

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য নতুন ওয়ানডে অধিনায়ক বেছে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। নিয়মিত ওয়ানডে অধিনায়ক কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে এই সিরিজে নেতৃত্বের দায়িত্ব লকি ফার্গুসনের কাঁধে।

বিশ্বকাপের আগে বিশ্রামে একাধিক ক্রিকেটার, ফলে নিউজিল্যান্ডের পূর্ণশক্তির দল আসছে না বাংলাদেশে। কিউই দলে নতুন মুখ ডিন ফক্সক্রফট। ৮ সিনিয়র ক্রিকেটারকে বসিয়ে অনেকটা দ্বিতীয় সারির দলই বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিউজিল্যান্ড ক্রিকেটের।

অভিজ্ঞ ক্রিকেটারদের বাংলাদেশ সফরের দলে না রাখার ব্যাখ্যায় নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে,

টম লাথাম, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার এবং টিম সাউদিকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বিশ্বকাপ টুর্নামেন্টে ফোকাস করতে এবং প্রস্তুতি নেওয়ার জন্য একটি ছোট বিরতি দেওয়া হয়েছে।

মার্ক চ্যাপম্যান এবং জিমি নিশামকে বিবেচনা করা হয়নি কারণ এই সফরটি যথাক্রমে তাদের প্রথম সন্তানের জন্মের পর বা তার অল্প সময়ের মধ্যেই হবে। পরিবারের এমন গুরুত্বপূর্ণ সময়ে তাদের পাশে থাকতেই নিশাম, চ্যাপম্যান আসছেন না বাংলাদেশে।

ব্ল্যাকক্যাপসদের নিয়মিত ব্যাটিং কোচ লুক রঞ্চি বাংলাদেশে কিউই কোচিং গ্রুপের নেতৃত্ব দেবেন প্রধান কোচ হিসেবে। শেন জার্গেনসেন বোলিং কোচ এবং ইয়ান বেল ব্যাটিং কোচ হিসেবে থাকবেন।

তিনটি ওয়ানডে যথাক্রমে ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর শের–ই–বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দিবারাত্রির, শুরু হবে বেলা ২টা থেকে। সিরিজ শেষ করার পর, দুই দলই বিশ্বকাপের জন্য ভারতে উড়ে যাবে বলে আশা করা হচ্ছে। বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ড দল ২১ নভেম্বর আবার বাংলাদেশে ফিরবে। দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে ২৮ নভেম্বর নামবে সাদা পোশাকের মূল লড়াইয়ে।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড-

লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েস, ডিন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

Scroll to Top