এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ভারতে যাবেন ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃহস্পতিবার ‘ড্র’তে একই গ্রুপে পড়েছে মুম্বাই সিটি এফসি ও আল হিলাল। ‘ডি’ গ্রুপের বাকি দুই দল ইরানের নাসাজি মাজানদারান ও উজবেকিস্তানের নাভবাহোর নামানগান।
টুর্নামেন্টের ম্যাচগুলো হবে ‘হোম এন্ড অ্যাওয়ে’ ভিত্তিতে। তাই মুম্বাই সিটি এফসিকে আতিথেয়তা দেওয়ার পাশাপাশি ভারতেও খেলতে আসতে হবে নেইমারের দল আল হিলালকে। তাই ভারতীয় দর্শকরা নিজেদের দেশে সরাসরি ব্রাজিলিয়ান সুপারস্টারের খেলা দেখার সুযোগ পাবেন। এছাড়াও কালিদু কুলিবালি, মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনোর মতো তারকারদের খেলা ঘরের মাঠে দেখতে পারবেন তারা।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল আল হিলাল। চারবার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে তারা। অন্যদিকে সুপার লিগ শিল্ড জিতে এশিয়ার ক্লাব পর্যায়ের সর্বোচ্চ এই আসরে খেলার সুযোগ পেয়েছে মুম্বাই সিটি এফসি।
সৌদি আরবের আরেক ক্লাব আল নাসর রয়েছে ‘ই’ গ্রুপে। তাদের সঙ্গে বাকি তিন দল ইরানের পার্সেপোলিস, তাজিকিস্তানের ইস্তিকলাল ও কাতারের আল দুহাইল।
১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের লড়াই। প্রথমবারের মতো ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি থাকবে এই টুর্নামেন্টে। সেই সাথে চার বিদেশির পরিবর্তে একাদশে ৬ বিদেশি করে খেলাতে পারবে প্রতিটি দল।