তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ইস্যুতে লড়তে আবেদন বিএনপিপন্হি আইনজীবীদের

তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ইস্যুতে লড়তে আবেদন বিএনপিপন্হি আইনজীবীদের

তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ইস্যুতে লড়তে আবেদন বিএনপিপন্হি আইনজীবীদের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ইস্যুতে পক্ষভুক্ত হয়ে লড়তে আবেদন করেছেন বিএনপিপন্হি তিন আইনজীবী। তবে এর বিরোধিতা করছেন আওয়ামীপন্হি ও রিটপক্ষের দুই আইনজীবী।

এই ইস্যুতে পক্ষভুক্ত হয়ে লড়াই করা যাবে কিনা সে বিষয়ে শুনানি চলছে। বিএনপিপন্হি আইনজীবীরা বলছেন, যেহেতু জনস্বার্থে মামলা হয়েছে, তাই এবিষয়ে গণশুনানি হতে পারে।

আওয়ামীপন্হি আইনজীবীরা বলছেন, পলাতক আসামির জন্য এভাবে পক্ষভুক্ত হতে চাইতে পারেন না। প্রয়োজনে এমিকাস কিউরি গঠন করবে কোর্ট। তবে শুনানিতে বিএনপির আইনজীবীরা বিচারপতি শপথবদ্ধ রাজনীতিবিদ ইস্যুটি টানলে, সেটির ব্যাখা দেন বিচারপতি নিজেই।

এটিএম/

Scroll to Top