মঞ্চে গান গাইতে গাইতে হোঁচট খেয়ে পড়ে গেলেন নিক জোনাস

মঞ্চে গান গাইতে গাইতে হোঁচট খেয়ে পড়ে গেলেন নিক জোনাস

মঞ্চে গান গাইতে গাইতে হোঁচট খেয়ে পড়ে গেলেন নিক জোনাস

জুলাই মাসে ছিল প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন। স্ত্রীর জন্মদিন পালন করার পরেই পরিবারের সঙ্গে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন হলিউডের পপ তারকা নিক জোনাস। এরপর চলতি মাসের শুরুতেই আমেরিকায় ফিরেছেন প্রিয়াঙ্কা ও নিক। এবার এক কনসার্টের মঞ্চে ঘটল অঘটন। মঞ্চে গান গাচ্ছিলেন নিক। হঠাৎ করেই মঞ্চের মধ্যেই উল্টে পড়ে গেলেন প্রিয়াঙ্কার স্বামী। খবর ডেইলি মেইলের।

যুগের সঙ্গে তাল মিলিয়ে আজকাল পপ তারকাদের মঞ্চেও থাকে নানা রকম অত্যাধুনিক প্রযুক্তি। বিভিন্ন গান বিভিন্ন পোশাকে মঞ্চে পারফর্ম করেন তারা। মঞ্চের মধ্যেই এমন কিছু গর্ত করা থাকে, যেখানে লাফ দিয়েও ব্যকস্টেজে চলে যেতে পারেন তারকারা। সেখানে দ্রুত পোশাক বদলে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠে মঞ্চে চলে আসেন তারা। একই ব্যবস্থা ছিল ‘জোনাস ব্রাদার্স’-এর অনুষ্ঠানের মঞ্চেও। নিক মঞ্চের যেখানে দাঁড়িয়ে গান গাইছিলেন, তার ঠিক পিছনেই ছিল সেই গর্ত। নিকের অজান্তেই তার দরজা খুলে যাওয়ায় হোঁচট খেয়ে পড়ে যান নিক।

তবে নিজেকে সামলে নেওয়ায় তেমন আঘাত পাননি গায়ক। এক মুহূর্ত সময়ও নষ্ট করেননি তিনি। ক্ষণিকের মধ্যে নিজেকে সামলে নিয়েই গানে ফেরেন নিক।

এটিএম/

Scroll to Top