উড়াল সিনেমার শুটিং শুরু, মুক্তি পাবে আগামী বছর

উড়াল সিনেমার শুটিং শুরু, মুক্তি পাবে আগামী বছর

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

ঢাকা: তরুণ ও উঠতি যুবক বয়সীদের জীবনভাবনা, বন্ধুত্ব, তাদের রোমান্স, জীবনের অ্যাডভেঞ্চার— এ সব বিষয় উপজীব্য করে নির্মাণ করা হচ্ছে নতুন সিনেমা ‘উড়াল।’ নড়াইলে সোমবার (৩১ জুলাই) শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য করেছেন সম্রাট প্রামাণিক। পরিচালক হিসেবে আছেন জুবায়দুর রহমান।

যাত্রাপার্টির ব্যানারে নির্মিতব্য  সিনেমাটির প্রযোজক হিসেবে রয়েছেন অভিনেতা শরীফ সিরাজ।

সিনেমাটির পরিচালক জুবায়দুর রহমান সারাবাংলাকে বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রে যে বিষয়গুলো অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, যে বিষয়গুলো প্রচলিত সিনেমায় উঠে আসছে না। এ সব ঘটনা ও বিষয়গুলোই ‘উড়াল’ সিনেমার মূল আকর্ষণ।’

উড়াল সিনেমার শুটিং শুরু, মুক্তি পাবে আগামী বছর

পরিচালক বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে সিডকম ঘরানার কোনো সিনেমা দেখা যাচ্ছে না। অথচ দেশের দর্শকদের একটা বড় অংশ সেই নির্দিষ্ট বয়সের, কিন্তু দেশের সিনেমায় তারা নিজেদের জীবনকে আবিষ্কার করতে পারে না। সেই তাগিদ থেকেই এই সিনেমার কাহিনি ভাবনা এবং সেই প্রচেষ্টা থেকে এই সিনেমা নির্মাণের চেষ্টা।’

পরিচালক জানান, নড়াইলে শুটিং শেষ করে সিনেমার বাকি অংশ চিত্রধারণ করা হবে দিনাজপুরের পার্বতীপুর এবং নীলফামারীর সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে।

আগস্ট মাসের শুটিং পরবর্তী সময়ে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথম দিকে বিশেষ কোনো উৎসবমুখর সময়ে সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়া হবে।

উড়াল সিনেমার শুটিং শুরু, মুক্তি পাবে আগামী বছর

সিনেমাটির প্রযোজক হিসেবে রয়েছেন অভিনেতা শরীফ সিরাজ বলেন, ‘প্রচলিত ধারার বাইরে গিয়ে একেবারেই আনকোরা একদল নতুন শিল্পীদের নিয়ে নতুন ধরনের গল্প বলার প্রচেষ্টা ‘উড়াল’।

সব প্রস্তুতি শেষ হলে সিনেমাটি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায়ও অংশ নেবে বলে জানান সিনেমাটির প্রযোজক।

সারাবাংলা/একে

Scroll to Top