রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা

রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাড়ে চার বছর পর আগামী বুধবার (২ আগস্ট) রংপুরে আসছেন। এদিন তিনি ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭টি প্রকল্পের উদ্বোধন এবং নতুন করে আরও ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে। রংপুর জিলা স্কুল মাঠের সমাবেশে বক্তব্য দেওয়ার আগে তিনি এসব প্রকল্প উদ্বোধন করবেন।

সোমবার (৩১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে প্রত্যাশার সাথে প্রাপ্তির হিসাব মিলাতে শুরু করেছেন রংপুরের মানুষ। শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এসময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুইটি নির্বাচনী জনসভা করেছেন। এরপরে আর তিনি রংপুরে আসেননি।

সাড়ে ৪ বছরের বেশি সময় পর শেখ হাসিনা রংপুরে আসছেন। তিনি দ্বাদশ নির্বাচনের প্রচারণা রংপুর থেকে শুরু করবেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। তাই রংপুরবাসী শেখ হাসিনাকে বরণ করতে প্রস্তুতি গ্রহণ করছেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর সফরে এসে উন্নয়নের জন্য আর কী কী ঘোষণা দিতে পারেন, তা নির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, পীরগঞ্জ খালাশপীর কয়লা খনি থেকে কয়লা উত্তোলন, রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা, শ্যামপুর চিনিকল পুনরায় চালু, বিশেষ মেগা প্রকল্প, অর্থনৈতিক জোনসহ প্রত্যাশার চয়ে বেশিকিছু দেবেন- এমন আশা বিভাগবাসীর।

রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা

রংপুর জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, কাজ শেষে প্রস্তুত হওয়া শেখ রাসেল মিডিয়া সেন্টার, শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম, শেখ রাসেল সুইমিং পুল, পীরগঞ্জের বিভিন্ন জলাশয়ের জলাবদ্ধতা নিরসন শীর্ষক প্রকল্প, বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, রংপুর পালিচড়া স্টেডিয়াম, ১৯.১৪ কিলোমিটার এলাকাজুড়ে নলেয়া নদী পুনর্খনন, ১৯.২৪ কিলোমিটার আলাইকুমারী নদী পুনর্খনন, পীরগাছা চৌধুরানী জিসি হতে শঠিবাড়ি আরএইডি ৫৭৯ কিলোমিটার সড়ক, পীরগঞ্জ ভেন্ডাবাড়ি হতে খালাশপীর জিসি সড়ক পুনর্বাসন, কাউনিয়া উপজেলার টেপামধুপুর জিসি হতে পাওটানা জিসি ভায়া ভায়ারহাট সড়ক পুনর্বাসন, মিঠাপুকুরের জায়গীরহাট-পীরগাছা ভায়া বালারহাট সড়কের গোপালগঞ্জ ঘাটে ঘাঘট নদীর ওপর ৯৬ মিটার পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ, গংগাচড়ার বুড়িরহাট জিসি-কাকিনা আরএইডি সড়কে ৪০ মিটার আরসিসি ভেরিয়েবল ডেপথ গার্ডার ব্রিজ নির্মাণ, কাউনিয়ায় তিনতলা পল্লীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম ফ্লাড শেল্টার নির্মাণ, রংপুর মেডিকেল কলেজ মাল্টিপারপাস ভবন, বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) অফিস ভবন, মিঠাপুকুরের হেলেঞ্চা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র, পীরগঞ্জ উজেলাধীন ১৪ নম্বর চতরা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র, পায়রাবন্দ ইউনিয়নে ১০ শয্যাবিশিষ্ট বেগম রোকেয়া মডার্ন হাসপাতাল, পীরগঞ্জের খালাশপীরে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র, পীরগঞ্জের মাদারগঞ্জে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র, রংপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডে গ্রাসফন্ট প্লান্ট ও স্টোর ইয়ার্ড নির্মাণ, ভারারদহ বিল, পাটোয়া কামরী বিল পুনর্খনন, চিতলী বিল পুনর্খনন, রংপুর সিটি কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণ, নৈমুন্না বিল পুনর্খননের উদ্বোধন করবেন।

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নির্মাণ, বিটাক কেন্দ্র স্থাপন, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয়, রংপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অফিস ভবন এবং লেডিস হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

রংপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, রংপুরবাসী না চাইতেই প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু পেয়েছে। প্রধানমন্ত্রীর কাছে চাইতে হয় না। তিনি জানেন কখন কী করতে হবে। প্রধানমন্ত্রী রংপুরের উন্নয়ন নিজ কাঁধে নিয়েছিলেন এবং উন্নয়নের মধ্য দিয়ে রংপুরকে বদলে দিয়েছেন। এবারও তিনি রংপুরকে সুখবর দেবেন।

Scroll to Top