মাশরাফীর প্রশ্ন-বিশ্বকাপে মেন্টর হয়ে লাভ কী? – Allrounder BD

মাশরাফীর প্রশ্ন-বিশ্বকাপে মেন্টর হয়ে লাভ কী? – Allrounder BD

মাশরাফীর প্রশ্ন-বিশ্বকাপে মেন্টর হয়ে লাভ কী? – Allrounder BD

তামিম ইকবাল অবসর নেওয়ার পর; প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের সময় তার সাথেই ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সেখানেই ম্যাশকে আসন্ন বিশ্বকাপে মেন্টর করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন ওয়ানডে অধিনায়ক। আর তখন থেকেই ক্রিকেটাঙ্গনে আলোচনা, মাশরাফী কী তাহলে বিশ্বকাপে মেন্টর হিসেবে যাচ্ছেন। তবে নড়াইল এক্সপ্রেস মেন্টর হওয়ার পক্ষপাতী নন। তামিম কেনো এমন আবদার প্রধানমন্ত্রীর কাছে করেছেন, জানেন না বলে জানিয়েছেন মাশরাফী।

বুধবার গণমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক এই অধিনায়ক বলেন, “মেন্টরে লাভ কী? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, তামিম কেনো চাচ্ছে। মেন্টরের কাজটা কী আমি জানি না। দলের প্রয়োজনে সেরকম পরিস্থিতি আসলে তখন বলা যাবে। এখন এই মুহুর্তে আমাকে প্রশ্ন করলে, এর উত্তর নেই। এখানে আমি কী উত্তর দিব? এই মুহুর্তে আমি তো ওরকম কিছু দেখি না।”

সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। তার আগে ওয়ানডে অধিনায়ক পিঠের চোটের ব্যাপারে কি সিদ্ধান্ত নেন তার জন্য অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। কারণ, তামিমের যে চোটের ধরণ অস্ত্রোপচার করালে প্রায় চার মাসের মতো মাঠের বাইরে থাকতে হতে পার তাকে। এছাড়া বাঁহাতি এই ব্যাটার ব্যথা নাশক ইনজেকশন নিয়েও খেলতে পারেন বিশ্বকাপে। আগামী ২৯ জুলাই থেকে বিশ্বকাপ ও এশিয়া কাপকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে টিম ম্যানেজমেন্ট।

Scroll to Top