<![CDATA[
হিরো আলমের ওপর হামলার ঘটনায় ১৩ দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের দেয়া বিবৃতি কূটনৈতিক শিষ্টাচার ভাঙার শামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বুধবার (২৬ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের ব্রিফ করার জন্য ডাকা হয়। পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, হিরো আলমের ওপর হামলার মতো একটি বিছিন্ন ঘটনাকে কেন্দ্র করে নজিরবিহীন চিঠি দেয়া হয়েছে, তবে তা খণ্ডিত চিত্র। যা ছিল অযাচিত ও অপ্রয়োজনীয়। তাই যৌথ বিবৃতির উদ্দেশ্য নিয়ে আশঙ্কা রয়েই যায়। এ জন্য তাদের ডেকে সতর্ক করা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, তবে এ ঘটনায় দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হবে না। আশা করি আজকের আলোচনার পর তারা বিষয়টি বুঝতে পারবেন এবং সে অনুযায়ী তারা ভবিষ্যতে কথা বলবেন।
আরও পড়ুন: ১৩ রাষ্ট্রদূত ও মিশন প্রধানকে সতর্ক করল পররাষ্ট্র মন্ত্রণালয়
তবে কূটনীতিকরা ভিন্ন কোনো উদ্দেশ্যে বিবৃতি দেয়া হয়নি বলে জানিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তারা নির্বাচন প্রক্রিয়ায় সহায়তা করার জন্য বিবৃতি দিয়েছিলেন।
এ বিষয়ে প্রতিমন্ত্রী তাদের স্মরণ করিয়ে দিয়েছেন ভিয়েনা কনভেশন অনুযায়ী যেকোনো বিষয়ে কথা বলার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে।
আরও পড়ুন: অ্যাকটিভিস্ট রাষ্ট্রদূতদের নিয়ে কোনো বক্তব্য নেই: পররাষ্ট্রমন্ত্রী
এদিকে ১৩ দেশের রাষ্ট্রদূত এবং মিশন প্রধানদের ডাকার বিষয়টি ‘তলব’ নয় বলে জানিয়েছেন শাহরিয়ার আলম।
তিনি বলেন, তাদের তলব করা হয়নি। আমরা তাদের আমন্ত্রণ জানিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি জানিয়েছি।
]]>