ঢাবি বিশেষ সমাবর্তন অক্টোবরে, বঙ্গবন্ধুকে মরণোত্তর সম্মানসূচক ডিগ্রি

ঢাবি বিশেষ সমাবর্তন অক্টোবরে, বঙ্গবন্ধুকে মরণোত্তর সম্মানসূচক ডিগ্রি
KSRM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী অক্টোবর মাসে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। এতে বক্তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর এই সমাবর্তনে জাতির পিতাকে প্রদান করা হবে মরণোত্তর সম্মানসূচক ডিগ্রি।

রোববার ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

Bkash July

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন। এই সমাবর্তনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে সমাবর্তনে সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বঙ্গবন্ধুর পক্ষে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করবেন।

Reneta June

অক্টোবর মাসে সমাবর্তন-বক্তার সুবিধাজনক যেকোন দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই বিশেষ সমাবর্তন আয়োজন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Labaid
Scroll to Top