<![CDATA[
জমে উঠেছে ফুটবলের ট্রান্সফার মার্কেট। সৌদি লিগ জমজমাট করতে সাদিও মানে, জর্ডান হেন্ডারসন ও ফ্যাবিনিও’র মতো তারকা ফুটবলার রয়েছে সৌদি ক্লাবগুলোর রাডারে। করিম বেনজেমা ও এনগালো কন্তের পর আল ইত্তিহাদে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে ব্রাজিলিয়ান তারকা ফ্যাবিনিও’র।
এদিকে টটেনহ্যামের স্ট্রাইকার হ্যারি কেইনকে দলে ভেড়ানোর প্রতিযোগিতায় এগিয়ে পিএসজি ও বায়ার্ন মিউনিখ।
লিভারপুলের হয়ে লম্বা একটা সময় আলো ছড়িয়েছিলেন সেনেগাল উঙ্গার সাদিও মানে। জিতেছিলেন সম্ভাব্য সব শিরোপাও। এরপর তিন বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন বায়ার্ন মিউনিখে। তবে বায়ার্ন অধ্যায়ে আলো ছড়াতে ব্যর্থ হন মানে। চোটের কারণে ক্লাবের কোনো প্রত্যাশা পূরণ করতে পারেননি সেনেগাল তারকা। বরং সতীর্থ সানের সঙ্গে মারামারিতে জড়িয়ে হয়েছিলেন বিতর্কিত। মৌসুমে ৩৮ ম্যাচ খেলে গোল পেয়ে ছিলেন মাত্র ১২টি।
আরও পড়ুন: ঘড়ির ব্যবসায় নাম লেখালেন রোনালদো
প্রত্যাশা পূরণ করতে না পারায়, সেনেগাল তারকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বায়ার্ন মিউনিখ। এমন খবর ইউরোপিয়ান গণমাধ্যমে। তাদের তথ্যমতে, মানেকে বায়ার্ন ছেড়ে দিলে তার পরবর্তী গন্তব্য হতে পারে সৌদি আরব। ৩১ বছর বয়সী এই ফুটবলারকে দলে নিতে প্রস্তাব দিতে পারে সৌদি প্রো লিগের ক্লাবগুলো।
দলবদলের বাজারে আলোচনায় লিভারপুল। ক্লাবটির দুই ফুটবলার জর্ডান হেন্ডারসন ও ফ্যাবিনিও’র সৌদি লিগে যাওয়ার গুঞ্জন গণমাধ্যমে। গুঞ্জন রয়েছে, তার সাবেক সতীর্থ স্টিভেন জেরার্ডের ক্লাব আল ইত্তিফাকের প্রস্তাবে সায় দিয়েছেন ইংলিশ মিডফিল্ডার হেন্ডারসন।
এদিকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্যাবিনিও’র সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ অল রেড বাহিনীর। গুজন উঠেছে, সৌদি ক্লাব আল ইত্তিহাদের দলে ৪০ মিলিয়ন ইউরো প্রস্তাবে লিভারপুল ছাড়বেন ফ্যাবিনিও। গুঞ্জন সত্যি হলে বেনজেমা ও এনগোলো কন্তের সঙ্গে মাঠে দেখা যাবে ব্রাজিলিয়ান তারকাকে।
আরও পড়ুন: মেসিকে নিয়ে উচ্ছ্বসিত মিয়ামির ফুটবলাররাও
দলবদলের বাজারে পিছিয়ে নেই ইউরোপিয়ান ক্লাবগুলোও। টটেনহ্যামের স্ট্রাইকার হ্যারি কেইনকে দলে পেতে প্রতিযোগিতায় অনেক ক্লাব। ইংলিশ স্ট্রাইকারকে দলে ভেড়াতে মরিয়া হয়ে আছে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। কেইনকে পেতে ৮৫মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে প্যারিসিয়ানরা। এদিকে ইউরোপিয়ান গণমাধ্যমের তথ্যমতে, কেইনের পছন্দের তালিকায় রয়েছে বায়ার্ন মিউনিখ।
]]>