<![CDATA[
চট্টগ্রামে ইউনিএইড কোচিং সেন্টারের পরিচালক রাশেদ মিয়ার দায়ের করা মামলায় চাঁদাবাজির অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি।
সোমবার (১০ জুলাই) দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলাম অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় দুই অভিযুক্ত আদালতে উপস্থিত ছিলেন।
অভিযুক্ত নূরুল আজিম রনির পক্ষে নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট মোশারফ হোসেন জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে আনীত দণ্ডবিধির ৩৮৫ ধারার অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতির আদেশ দেন।
আরও পড়ুন: সেই ছাত্রলীগ গেল কোথায়?
রনির অপর আইনজীবী অ্যাডভোকেট মিঠুন বিশ্বাস জানান, রাষ্ট্রপক্ষ নূরুল আজিম রনি ও নোমান চৌধুরী রাকিবের বিরুদ্ধে মারধর ও চাঁদা দাবির অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ গঠনের প্রার্থনা করে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আনা চাঁদা দাবির অভিযোগের সত্যতা পায়নি। তবে তাদের বিরুদ্ধে মারধরের অভিযোগে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করার আদেশ দিয়েছেন আদালত।
২০১৮ সালের ১৯ এপ্রিল ইউনিএইড কোচিংয়ের পরিচালক রাশেদ মিয়া মারধর ও চাঁদা দাবির অভিযোগে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন।
]]>