ঈদে সিমান্ত আহমেদের ব্যস্ততা

ঈদে সিমান্ত আহমেদের ব্যস্ততা

দেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা সিমান্ত আহমেদ। কখনও খল চরিত্রে আবার কখনও মজার মজার কমেডি চরিত্রে দেখা মেলে তার। ‘ভালোবাসা জিন্দাবাদ’ দিয়ে যার চলচ্চিত্র জগতে আগমন। সমানতালে দেশের নাটক, সিনেমা ও কলকাতার সিনেমার পর্দাতেও দেখা মেলে তার। বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। এবারের কোরবানির ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন টেলিভিশন, ওটিটি-ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে প্রচার হবে প্রায় দেড় ডজন নাটক। এর মধ্যে একঘণ্টা ও সাত পর্বের ধারাবাহিক রয়েছে।

পরিচালক প্রিন্স রোমান্টিক পি কিউ এর পরিচালনা আরটিভিতে প্রচারিত হবে ‘ফটপাতের ফুলবাবু, ‘কবুল বলার আগে’ ও চুমকি চলেছে একা পথে। আতিফ ইসলাম বাবলুর ‘অজ্ঞান প্রেমিক’ তাইফুর জাহান আশিক পরিচালিত এনটিভির ‘যখন জেগে উঠে প্রেম’, আনিসুর রাজিব পরিচালিত ‘টেনশন মতিন এবং টিচার ভার্সেস টিচার, মোরশেদ সুমন পরিচালিত ‘আবু বাবু’, বৈশাখি টিভির জন্য ফরিদুল হাসান পরিচালিত সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘সমগ্র বাংলাদেশ ৫ টন’, মাইদুল রাকিব পরিচালিত আরটিভির সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘হাডুডু’ এবং এনটিবির ‘লিজেন্ড’ ও দীপ্ত প্লের জন্য একটি বিশেষ ওয়েব সিরিজ ‘বিয়োগ’। এটি পরিচালনা করেছেন আরাফাত হোসেন। এছাড়া সিমান্ত অভিনিত ডিপজল পরিচালতি চলচ্চিত্র ‘জিম্মি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে সিমান্ত খল চরিত্রে অভিনয় করেছেন।

ঈদ নাটক ও ব্যস্ততা নিয়ে সিমান্ত বলেন, ‘ঈদে আমার যে নাটকগুলো আসছে বরাবরের মতন আমার প্রিয় দর্শকরা গ্রহণ করবেন এবং তারাই প্রতিবারের মতন মিলিয়ন মিলিয়ন প্লাস ভিউ এনে দিবেন এটা আমার বিশ্বাস। আর আমার মুক্তির অপেক্ষায় থাকা ‘জিম্মি’ নিয়ে দর্শকদের বলবো; জিম্মি অনেক ভালো একটি ছবি হয়েছেন। আমার আর ডিপজল ভাইয়ের প্রথম একসঙ্গে কাজ করা। সবাইকে বলবো হলে আসুন, বাংলা ছবি দেখুন, বাংলা নাটক দেখুন, বাংলা সংস্কৃতির সঙ্গে থাকুন। অনেক ভালো ভালো নাটক এবং সিনেমা হচ্ছে শুধুই আপনাদের জন্য। ঈদ মোবারক।’

উল্লেখ্য, ঈদের পরপরই নতুন একটি ধারাবাহিকে যুক্ত হচ্ছেন সিমান্ত আহমেদ। একুশে টিভির প্রচার চলতি সাংবাদিক ও পরিচালক সৈয়দ রেফাত সিদ্দিকী পরিচালিত ধারাবাহিক নাটক ‘চিরকুমারী সংঘ’ তে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ঈদের পর জুলাইয়ের ৭ ও ৮ তারিখ পুবাইলে ধারাবাহিকটির শুটিংয়ে অংশ নিবেন সিমান্ত।

Scroll to Top