ঢাকা, ১৬ মে – ঘরের মাঠে আয়ারল্যান্ডকে নাস্তানাবুদ করার পর এবার ইংল্যান্ডেও তাদের শাসন করলো বাংলাদেশ। তামিম ইকবালের নেতৃত্বে শেষ দুটি ওয়ানডে জিতে সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে তারা। প্রথমটিতে ব্যাট হাতে আধিপত্য দেখানোর পর বৃষ্টির কারণে ভেস্তে যায় ম্যাচ। পরের দুটি ম্যাচে ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। দারুণ এক সফর শেষে ইংল্যান্ড থেকে বেশিরভাগ ক্রিকেটার মঙ্গলবার দেশে ফিরেছেন।
অবশ্য ইংল্যান্ডে থেকে গেছেন কেউ কেউ। দেশে ফেরেননি তামিম, মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। ইনজুরিতে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে যাওয়া সাকিব আল হাসান সরাসরি যুক্তরাষ্ট্রে গেছেন। চলতি মাসে মাঠের ব্যস্ততা নেই। তাই লম্বা ছুটিতে যাচ্ছেন তামিমরা। জুনে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ। এরপর এশিয়া কাপ, নিউ জিল্যান্ডের সঙ্গে হোম সিরিজ ও বিশ্বকাপের ব্যস্ততা রয়েছে।
এর আগে ওয়ার্কলোড কমাতে ছুটি দেওয়া হচ্ছে ক্রিকেটারদের, বলেছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘আমরা সব সময় ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে কথা বলি। মাসখানেক পর আমাদের দুটি বড় প্রতিযোগিতা আছে। এই সময়টা বিশ্রাম নিলে কাজে লাগবে। পরিবারকে সময় দিতে পারবে। তাদের ব্যক্তিগত কাজগুলোও করতে পারবে। মানসিকভাবে ওরা খুব নির্ভার থাকতে পারবে, যা যে কোনও খেলোয়াড়ের জন্য খুব প্রয়োজন।’
দুই দফায় বাংলাদেশে আসবে আফগানিস্তান। জুনে একটি টেস্ট খেলে ভারতে গিয়ে রোহিত শর্মাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে। তারপর ঈদুল আজহার পর জুলাইয়ে তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে আফগানরা।
সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১৬ মে ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দেশে ফিরেই লম্বা ছুটিতে টাইগাররা first appeared on DesheBideshe.