চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে ৯টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সন্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন।
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ হাউসপুর গ্রামের রাসেল ও সোহেলকে ২টি চোরাই মোটরসাইকেলসহ আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার কুমারী গ্রামের মারুফ, কুষ্টিয়ার মিরপুরের আব্বাস, বাঁশবাড়িয়ার জমির ও উদয়পুরের জাহিদুলকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে আরও ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।