কিছুদিন আগে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুর্নীতির দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনও তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করার ঘোষণা দেন।
কিন্তু সোমবার এলো নতুন খবর। শুধুমাত্র সোহাগ নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন দেশের হাইকোর্ট।
সেই আদেশে ফুটবল ফেডারেশনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে দুদকসহ সংশ্লিষ্টদের আগামী চার মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতে আদালত আজ এই আদেশ দেন। এর আগেও বাফূফে জৈষ্ঠ্য সহ সভাপতির বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিলেন।
বাফুফের কর্মকর্তারা ফিফা, সরকারের থেকে প্রাপ্ত অনুদানে দুর্নীতি করেছেন কিনা খতিয়ে দেখার জন্য হাইকোর্টে রিট করেন ব্যরিস্টার সুমন। আদেশের পর তিনি গণমাধ্যমকে বলেন, “ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের দুর্নীতির কারণে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন হচ্ছে না। ফুটবলকে বাঁচাতে হলে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এ কারণে রিট আবেদন করেছি।”