ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট: দেশে কিডনি প্রতিস্থাপনে আশার আলো

ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট: দেশে কিডনি প্রতিস্থাপনে আশার আলো

ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা মানুষের কিডনি আরেকজন মানুষের প্রাণ বাঁচাতে পারে। শুধু আত্মীয় নয়, ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা অন্য মানুষের কিডনিও গ্রহণ করতে পারেন রোগীরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল- বিএসএমএমইউতে ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট নিয়ে গবেষণা এবং কাজ করছেন চিকিৎসকরা। প্রথম বিশজনকে এই পদ্ধতিতে প্রায় বিনামূল্যে কিডনি প্রতিস্থাপন করে দেবে হাসপাতালটি।

কিডনি রোগে আক্রান্ত হয়ে দিশেহারা ছিলেন শামীমা আক্তার। হঠাৎই তার আশার আলো হয়ে আসেন ব্রেন ডেথ ঘোষিত সারাহ ইসলাম। দুই পরিবারের সম্মতিতে বিএসএমএমইউতে ক্যাডভেরিক ট্রান্সপ্লান্টের মাধ্যমে সারাহ’র কিডনি নিয়ে শামীমা এখন অনেকটাই সুস্থ।

Bkash July

সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও কিডনি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশ কিডনি রোগী সংখ্যা প্রায় দুই কোটি। তাদের মধ্যে প্রতি বছর ৪০ হাজার রোগীর কিডনি বিকল হয়। তবে কিডনি দাতার সঙ্কট ও চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় এই রোগীদের ৭৫ শতাংশই মারা যান।

এমন অবস্থায় ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট অর্থাৎ ব্রেন ডেথ ঘোষণা করা মানুষের কিডনি প্রতিস্থাপনে অনন্য নজির গড়েছেন বিএসএমএমইউ এর চিকিৎসকরা।

Reneta June

কিডনির মতো লিভার, হার্টসহ অন্যান্য অঙ্গ প্রতিস্থাপন নিয়েও প্রতিষ্ঠানটির কাজ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান।

অঙ্গ দান নিয়ে যে ভ্রান্ত ও নেতিবাচক ধারণা রয়েছে, সেখান থেকে মানুষকে বের করে আনতে গণসচেতনতা বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

Labaid
Scroll to Top