শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় মুশির্দাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। সোমবার সকালে গ্রেপ্তার করা হয় তৃণমূল কংগ্রেসের এই বিধায়ককে।

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গত শুক্রবার সিবিআইয়ের একটি দল জীবনকৃষ্ণের বাড়িতে তল্লাশি চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির পাশের পুকুরে দুটি মুঠোফোন, একটি পেনড্রাইভ ও একটি হার্ডডিস্ক ছুড়ে ফেলেন তিনি। এরপর সিবিআই কমকর্তারা জীবনকৃষ্ণকে নজরদারিতে রেখে মুঠোফোন খুঁজতে পুকুরে নামেন। পাম্পের সাহায্যে পানি সেচে রোববার একটি ও সোমবার অপর মুঠোফোনটি উদ্ধার করা হয়।

Scroll to Top