ম্যাচে ফিরেছে ভারত; আবারও ব্যর্থ ইয়াসির-লিটন – Allrounder BD

ম্যাচে ফিরেছে ভারত; আবারও ব্যর্থ ইয়াসির-লিটন – Allrounder BD

ম্যাচে ফিরেছে ভারত; আবারও ব্যর্থ ইয়াসির-লিটন – Allrounder BD

দ্বিতীয় সেশনে ৩ উইকেট হারিয়ে আবারও চাপে পড়েছে বাংলাদেশ। চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৭৬ রান। 

দ্বিতীয় সেশনটা নিজেদের নামেই লিখে রাখলো ভারত। শুরুতেই সেট ব্যাটার নাজমুল হোসেন শান্তকে আউট করে ১২৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন পেসার উমেশ যাদব। এরপর ইয়াসির আলী রাব্বিকে বোল্ড করে সাজঘরে ফেরান অক্ষর প্যাটেল। দূর্দান্ত ওপেনিং জুটির পর দ্রুত দুই উইকেট হারানোর পর আবারো ব্যাটিং কল্যাপ্সের শঙ্কায় পড়ে স্বাগতিকরা। এরপর সেট ব্যাটার জাকির হাসানের সঙ্গে সাময়িক বিপর্যয় সামলান ডানহাতি ব্যাটার লিটন দাস।

তবে লিটনকে বেশিক্ষণ টিকতে দেননি লেগস্পিনার কুলদ্বীপ যাদব। তার ফুল লেন্থের বলে মিড অনে একটি বাজে শট খেলে আউট হন লিটন। যার ফলে পুরো সেশনই নিজেদের নামে করে রাখলো ভারতীয় বোলাররা। বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত জাকির ৮২ এবং মুশফিক অপরাজিত আছেন ২ রানে। 

Scroll to Top