‘সীমান্ত নিরাপত্তার দায়িত্ব BSF-এর পাশাপাশি রাজ্যেরও,’ নবান্নে বৈঠকে বললেন শাহ

‘সীমান্ত নিরাপত্তার দায়িত্ব BSF-এর পাশাপাশি রাজ্যেরও,’ নবান্নে বৈঠকে বললেন শাহ

#কলকাতা: শনিবার নবান্নে অনুষ্ঠিত হয় ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব-সহ বাকিরা। এদিন বৈঠকের মূল বিষয়বস্তু ছিল সীমান্ত নিরাপত্তা।

‘সীমান্ত নিরাপত্তার দায়িত্ব BSF-এর পাশাপাশি রাজ্যেরও,’ নবান্নে বৈঠকে বললেন শাহ

এদিন অমিত শাহ বৈঠকে বলেন, “সীমান্ত নিরাপত্তার দায়িত্ব যতটা বিএসএফের, ঠিক ততটা রাজ্যেরও রয়েছে। কেন্দ্রীয় সরকার সীমান্ত নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবছে। আগের সরকারের খামতি ছিল। আমরা তা অনেকটা পূরণ করেছি। আরও উন্নয়নের জন্য এগোচ্ছি।”

সূত্রের খবর, এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে, ১০০ দিনের কাজের টাকার দাবি রেখেছেন।

পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের চার রাজ্য বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ড এই কাউন্সিলের সদস্য। মূলত প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে আভ্যন্তরীণ নিরাপত্তা ও পরিকাঠামোগত ক্ষেত্রে যৌথ উদ্যোগ আলোচনা ও সমাধানের পথ খুঁজতেই সদস্য রাজ্যগুলিতে ঘুরে ঘুরে এই কাউন্সিলের বৈঠক বসে প্রতি বছর। এবার পশ্চিমবঙ্গ এই বৈঠকের আয়োজক। রাজনাথ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় নবান্ন সভাঘরে আগে এই বৈঠক বসেছিল।

আরও পড়ুন, হাইকোর্টে এসে যোগ্য়তা প্রমাণ তৃণমূল নেতার, মামলাকারীকেই জরিমানা করলেন বিচারপতি

এদিনের বৈঠকে যোগ দেননি বিহার এবং ওড়িশার মুখ্যমন্ত্রীরা। তবে তাঁদের প্রতিনিধিরা এদিন যোগ দেন বৈঠকে। বৈঠকে বিহারের উপমুখ্যমন্ত্রী ও সেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তেজস্বী যাদব এবং ওড়িশার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তুষারকান্তি বেহেরা অংশ নেন।

আরও পড়ুন, নরেন্দ্রপুরে উদ্ধার বিবস্ত্র, বেহুঁশ তরুণী! গণধর্ষণে অভিযুক্ত হবু স্বামী, দেওর

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, কেন্দ্রীয় বাহিনীর প্রধানরা এই বৈঠকে থাকবেন। সদস্য রাজ্যগুলির সচিব পর্যায়ের প্রতিনিধিদলেরও অংশ নেওয়ার কথা এই বৈঠকে।

Published by:Suvam Mukherjee

First published:

Tags: Amit Shah, BJP, Mamata Banerjee, TMC

Scroll to Top