‘ওয়ানডে ক্রিকেট ৪০ ওভারের হলে আমর মনে হয় খেলাটা বেশি উপভোগ করতাম’। একদিনের ক্রিকেটকে আরো উপভোগ্য করতে এমন কিছু করার কথাই বলেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজা।
অস্ট্রেলিয়ান গনমাধ্যম এবিসি’কে দেয়া এক সাক্ষাতকারে অজি এই ব্যাটসম্যান বলেন, “বর্তমান সময়ে ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টি ক্রিকেটটাই বেশি আনন্দ দেয়। আমার মনে হয় ওয়ানডেতে ৫০ ওভারের জায়গায় ৪০ ওভার করা গেলে খেলাটা আরো বেশি জমতো।”
টি-টোয়েন্টি ক্রিকেট আসার পর থেকেই ওয়ানডে ক্রিকেট জৌলুশ হারিয়েছে। সাবেক বর্তমান অনেক ক্রিকেটারই বলছেন ওয়ানডে ফরম্যাট তারা উপভোগ করেন না। আবার অনেকে তো এই ফরম্যাটের ভবিষ্যত নিয়েও শঙ্কিত।
তবে অজি উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি মনে করেন এই ফরম্যাট নিয়ে এখনো মানুষের আগ্রহ রয়েছে। “ওয়ানডে ক্রিকেট নিয়ে এখনো বেশ আগ্রহ রয়েছে। ২০১৯ বিশ্বকাপের দিকে তাকালেই তা বুঝতে পারবেন। কি অসাধারণ একটি আসর ছিলো।”
এর আগে কয়েকজন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকরাও ওয়ানডে ক্রিকেটকে ৪০ ওভার করার দাবি জানিয়েছিলেনন,তবে অনেকেই সেই দাবির বিরোধিতা করেছিলেন।