ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বাড়ছে

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বাড়ছে
Bkash July

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৯৭ জন।

বিবিসি এ তথ্য জানিয়েছে।

হামলার পর থেকেই রাজধানী কিয়েভসহ লাভিভ, সামি, তারনোভিল, খারকিভ ও জাপোরিঝিয়া শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এ পর্যন্ত প্রায় ৮৪ টির বেশি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এরমধ্যে ৫৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নস্যাৎ করার দাবি করেছে ইউক্রেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্রিমিয়া সেতুতে হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনজুড়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। সেতু বিস্ফোরণকে সন্ত্রাসী ঘটনা উল্লেখ করে ইউক্রেনের ওপর হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন তিনি।

পুতিন আরও বলেছেন, রুশ ভূখণ্ডে হামলা হলে তার পরিণাম হবে ভয়াবহ।

ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার হামলাকে বর্বোরোচিত উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও পোল্যান্ডসহ বিভিন্ন দেশ। রাশিয়ার হামলা থেকে রক্ষা করতে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি।

BSH

Scroll to Top