বহুদিন পর এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

বহুদিন পর এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা
Nagod
Bkash July

ভারতের কেরলের এক পরিবার তাদের বাড়িতে নবরাত্রির অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন হিন্দি, তামিল ও তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকা। সেই অনুষ্ঠানের এক ছবি সামাজিক মাধ্যমে বর্তমানে ভাইরাল, যেখানে এক ফ্রেমে দেখা গেছে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফকে। ছবিতে প্রাক্তনের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে রণবীরকে।

পাপারাজ্জিদের তোলা সেই ছবিতে রণবীর-ক্যাটরিনাকে অনেক বছর পর এক ফ্রেমে দেখা গেছে। তবে তারা একে অপরের থেকে অনেক দূরে দাঁড়িয়েছিলেন। তাদে সঙ্গে নাগার্জুনাকেও দেখা গেছে।

দুই তারকাকে বহুদিন পরে এক ফ্রেমে দেখে ভক্তরা প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, ‘এই জুটির রসায়ন দারুণ। আশা করি তারা আবারও একসঙ্গে সিনেমা করবেন।’

আরেক ভক্ত লিখেছেন, ‘কত দূরে, তবুও মনে হচ্ছে একে অপরের জন্যই তৈরি।’

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত চুটিয়ে প্রেম করেছেন। ‘আজব প্রেম কি গজব কাহানী’ ছবির শুটিং-এর সময় তারা প্রেমে জড়ান। বর্তমানে রণবীর আলিয়ার স্বামী এবং ক্যাটরিনা বিয়ে করেছেন ভিকি কৌশলকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

 

BSH

Scroll to Top