কলকাতা: বঙ্গোপসাগরে নিম্নচাপ। সঙ্গে একটি অক্ষরেখা। বাংলাদেশ থেকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ ক্রমশ সরবে অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে। দশমী থেকে ক্রমশ আবহাওয়ার উন্নতি হবে।
কলকাতার আবহাওয়া
নবমীর দিনেও হালকা থেকে মাঝারি বৃষ্টি। পরিমাণেও বাড়ে-কমতে পারে বৃষ্টি। তবে সারাদিনই মূলত মেঘলা আকাশ থাকবে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-একবার হতে পারে। মূলত মেঘলা আকাশ ,কখনও আংশিক মেঘলা হতে পারে।
আরও পড়ুন– চালের পায়েসে অরুচি? নবমীতে এবার মুখমিষ্টি শুচি হোক লুচির পায়েস দিয়ে
দক্ষিণবঙ্গের আবহাওয়া
নবমীতে মূলত মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৷ ভারী বৃষ্টি দু-এক পশলা হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদে।
দশমীতে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। মূলত মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
নবমীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। পার্বত্য এলাকায় ধ্বস নামার আশঙ্কা।
আরও পড়ুন– অসুরের মুখ যেন মহাত্মা গান্ধি ! তুমুল বিতর্কের পর বদলানো হল মূর্তির মুখ
ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দশমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।
Published by:Siddhartha Sarkar
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।