১৫ বছরের ব্যাবধানে বাংলাদেশের গড় বয়স বেড়েছে ৬ বছর

১৫ বছরের ব্যাবধানে বাংলাদেশের গড় বয়স বেড়েছে ৬ বছর

১৫ বছরের ব্যাবধানে বাংলাদেশের গড় বয়স বেড়েছে ৬ বছর

বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই বলা হচ্ছে অনভিজ্ঞ দল নিয়ে খেলতে যাচ্ছে টাইগাররা। যদিও পরিসংখ্যান বলছে অন্য কথা। বয়সের গড়ে বাংলাদেশ দল নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বয়সী ক্রিকেটারদের নিয়ে খেলতে যাচ্ছে। গত বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের দল ছিলো এখন পর্যন্ত বিশ্বকাপে খেলা বাংলাদেশের সর্বোচ্চ বয়সী দল।

২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডের গড় বয়স ছিলো ২১.৬৫ বছর। ২০২২-এ যেটা ২৭.১৩। সেই বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের মধ্যে বর্তমান বাংলাদেশ দলে একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

যদিও বয়সের দিক থেকে বাংলাদেশ দলের থেকে এগিয়ে আছে এশিয়া কাপ জেতা শ্রীলঙ্কা এবং ভারত। শ্রীলঙ্কার ক্রিকেটারদের গড় বয়স ২৭.৬৫, অন্যদিকে কোহলি রোহিতদের গড় বয়স ৩০ বছর।

বাংলাদেশের বিশ্বকাপ দলের সবচেয়ে সিনিয়র অধিনায়ক সাকিব আল হাসান তার বয়স ৩৫ বছর, অন্যদিকে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আছেন হাসান মাহমুদ। তার বয়স ২২ বছর।

অভিজ্ঞতার বিচারেও বাংলাদেশ দল পিছিয়ে আছে বলার সুযোগ নেই। বিশ্বকাপের বাংলাদেশের এই স্কোয়াড গড়ে ম্যাচ খেলেছে ৩৪ টা।

Scroll to Top